Advertisement
Advertisement
প্রাথমিক শিক্ষক

অবশেষে বাড়তে চলেছে অনশনরত প্রাথমিক শিক্ষকদের বেতন!

বছরে রাজ্য সরকারের ১১৭০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানা গিয়েছে।

State Govt likely to hike Primary Teachers' salary
Published by: Tanujit Das
  • Posted:July 24, 2019 9:13 pm
  • Updated:July 25, 2019 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বাড়তে চলেছে অনশনরত প্রাথমিক শিক্ষকদের বেতন৷ সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য ইতিমধ্যে অর্থ দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা দপ্তর৷ এবার সেই প্রস্তাবে অর্থ দপ্তরের চূড়ান্ত অনুমোদন পেলেই, বাড়ানো হবে শিক্ষকদের বেতন৷ এর জন্য বছরে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ১১৭০ কোটি টাকা৷

[ আরও পড়ুন: দুর্ঘটনা রুখতে পার্ক স্ট্রিট স্টেশনে আয়না বসাল মেট্রো কর্তৃপক্ষ ]

Advertisement

সূত্রের খবর, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ বেতন কাঠামো করা হতে পারে ৭১০০ থেকে ৩৭৬০০ টাকা৷ প্রসঙ্গত, ন্যায্য বেতনের দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে ধরনায় বসেছেন প্রাথমিক শিক্ষকরা৷ আন্দোলনকারীদের বক্তব্য, অন্যান্য রাজ্যের প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা যে হারে বেতন পান, সেই হারেই এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো হওয়া উচিত। অন্যান্য রাজ্যের প্রাথমিকের শিক্ষকরা ৯৩০০ থেকে ৩৪,৮০০ টাকার মধ্যে বেতন পেয়ে থাকেন। সেখানে তাঁরা ৫৪০০ থেকে ২৫৪০০ টাকা বেতন পান। তাঁদের অভিযোগ, আন্দোলনকারীদের ১৪ জনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়ি থেকে দূরে বদলি করা হয়েছে।  

[ আরও পড়ুন: মহানায়ক সম্মান পেলেন যিশু ও পরমব্রত, সেরা ছবি ‘এক যে ছিল রাজা’  ]

ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা প্রাথমিকের শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তারপরই শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু নিষ্ফলা হয় সেই বৈঠক৷ কোনও সমাধান সূত্র না মেলায় অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা৷ এমনকী, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে নাম না করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী৷ সাফ জানান, ‘‘বাংলায় থাকতে হলে বাংলার কাঠামো অনুযায়ী চাকরি করতে হবে।’’

কিন্তু সূত্রের খবর, অবশেষে শিক্ষকদের দাবি মানতে চলেছে শিক্ষা দপ্তর৷ বুধবার বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সরকার তার আর্থিক সামর্থ দেখে, পদক্ষেপ নেবে বলে জানান তিনি৷ এই মাইনে বৃদ্ধির খবরে স্বভাবতই খুশী অনশনরত প্রাথমিক শিক্ষকরা৷ তাঁদের বক্তব্য, বেতন বাড়ানোর পাশাপাশি, যে ১৪ জনকে দূরে বদলি করা হয়েছে, তাঁদেরও আগের কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে রাজ্য সরকারকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement