সন্দীপ চক্রবর্তী: আট বছর পর জট কাটল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ শেষ পর্যন্ত নিউটাউনে জ্যোতি বসুর নামে জমিটি বামেদের হস্তান্তর করা হয়েছে। বুধবারই এবিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর চিঠি পাঠিয়ে তা নিশ্চিত করা হয়েছে। এতদিন পর জমিটি হাতে পাওয়ায় খুশি বাম নেতৃত্ব।
২০১১ অর্থাৎ বাম আমলেই নিউটাউনে ৫ একর জমি কিনেছিল বামফ্রন্ট। প্রথমে কথা ছিল, সেখানে গবেষণা কেন্দ্র তৈরি হবে। জমির দাম মিটিয়ে দেওয়া হয়েছিল সেসময়ই। পরবর্তীকালে তা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে একটি সংগ্রহশালা তৈরির সিদ্ধান্ত হয়। সেবছরই রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই জমি হস্তান্তরে রাজ্য সরকার উদ্যোগ নেয়নি বলে লাগাতার অভিযোগ করে আসছে বাম নেতৃত্ব। এর আগে বেশ কয়েকবার জমিটি হস্তান্তরের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন বাম নেতারা। এমনকী বাম পরিষদীয় নেতা হিসেবে সুজন চক্রবর্তী নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে এনিয়ে কথা বলেছিলেন। আলোচনা হয়েছিল হিডকো চেয়ারম্যান এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও।
তাঁদের আবেদন মেনে শেষপর্যন্ত চলতি বিধানসভা অধিবেশনেই জমিজট কাটল। বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গিয়েছে। সেই সুখবরটি জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নিউটাউনের ৫ একর জমিতেই তৈরি হবে জ্যোতি বসুর স্মারক। তার নাম হবে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। সেখানে গবেষণার পাশাপাশি সংগ্রহশালা তৈরির কাজও চলবে। জমি হ্স্তান্তর প্রক্রিয়াও শেষ। এবার দ্রুতই শুরু হবে কাজ। এত বছর পর জমিটিকে হাতে পেয়ে স্বভাবতই খুশি বাম নেতৃত্ব। তবে তাঁদের মতে, আরও আগেই জমি হস্তান্তর প্রক্রিয়া সেরে ফেলতে পারত রাজ্য সরকার। তাদের গাফিলতির জন্যই এত দেরি।
এদিকে, বামেদের আবেদনে সাড়া দিয়ে জমি হস্তান্তর নিয়ে কটাক্ষ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, ‘এখন বামেদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁদের প্রতি এমন উদার সিদ্ধান্ত।’ একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাঁরাও শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের তরফেও রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.