Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে মেডিক্যালে আরও ১০০ আসন

রাজ্যের মেডিক্যাল জয়েণ্ট পরীক্ষার্থীদের জন্য সুখবর৷ মেডিক্যালে নতুন করে একশো আসন বাড়াল রাজ্য৷ নতুন একশোটি আসনের মধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পঞ্চাশটি এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজে পঞ্চাশটি আসন বাড়ানো হচ্ছে৷

State government increasing 100 seats in medical
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 4:33 pm
  • Updated:October 27, 2023 5:47 pm  

স্টাফ রিপোর্টার:  রাজ্যের মেডিক্যাল জয়েণ্ট পরীক্ষার্থীদের জন্য সুখবর৷ মেডিক্যালে নতুন করে একশো আসন বাড়াল রাজ্য৷ নতুন একশোটি আসনের মধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পঞ্চাশটি এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজে পঞ্চাশটি আসন বাড়ানো হচ্ছে৷

রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নতুন চৌত্রিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল হচ্ছে রাজ্যে৷ স্বাভাবিক ভাবেই চিকিৎসকের প্রয়োজন৷ রাজ্যে চিকিৎসকের অভাব রয়েছে৷ নতুন এই আসন সেই অভাব মেটাবে৷”

Advertisement

এতদিন ডেণ্টাল সহ মেডিক্যালে রাজ্যের মোট আসন সংখ্যা ছিল তিন হাজার৷ মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া মারফত এই আসন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে৷ রাজ্য জয়েন্ট এণ্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত জানিয়েছেন, নতুন করে আসনবৃদ্ধি রাজ্যের মেডিক্যাল পরীক্ষার্থীদের কাছে সুখবর৷

এর আগে সুপ্রিম কোর্ট প্রথমে সিদ্ধান্ত নেয় গোটা দেশে কেন্দ্রীয় অভিন্ন জয়েন্ট পরীক্ষা চালু হবে৷ সেই অনুযায়ী রাজ্যের মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা বাতিল করা হয়েছিল৷ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির পরীক্ষা হয় ১৭ মে৷ পরে এক বছরের জন্য সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জানায় সুপ্রিম কোর্ট৷ নতুন করে মেডিক্যাল জয়েন্ট নেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার৷ তাই নতুন এই একশো আসন পঁচাত্তর হাজার পরীক্ষার্থীর জন্য স্বস্তি নিয়ে এসেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement