Advertisement
Advertisement

Breaking News

টানা ১১দিনের পুজোর ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

গত ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের দিন সরকারি কর্মীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ৷

state government employees will get an extra holiday in Durga puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 2:36 pm
  • Updated:June 22, 2022 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার ষষ্ঠী থেকে নয়, দুর্গাপুজোয় পঞ্চমীতেও ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ শুক্রবার এ কথা সরকারিভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ এর ফলে এ বছরের পুজোয় টানা ১১ দিন ছুটি পাচ্ছেন কর্মীরা৷

গত ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের দিন সরকারি কর্মীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ৷ বনধকে ব্যর্থ করে সরকারি বাস বা ট্যাক্সিতে কর্মক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা৷ সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, প্রয়োজনে পুজোর সময় এক দিন বেশি ছুটি ঘোষণা করা হতে পারে৷ চলতি মাসের প্রথম সপ্তাহেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মতো পঞ্চমীতে ছুটি পেতে চলেছেন কর্মীরা৷ এদিন সেই ঘোষণাই সরকারিভাবে করা হল৷

Advertisement

এমনিতে মহাষষ্ঠীর দিন থেকে সরকারিভাবে ছুটি থাকে৷ তবে এবার একদিন বেশি ছুটি পাওয়ায় মোট ১১ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা৷ লক্ষ্মী পুজোর পরের দিন খুলবে সমস্ত সরকারি অফিস ও দফতর৷ বনধের দিন কাজ করার সুফল হাতেনাতেই পেলেন কর্মীরা৷ পুজোর ছুটির তালিকায় অতিরিক্ত একদিন যুক্ত হতে চলায় নিঃসন্দেহে খুশি কর্মীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement