স্টাফ রিপোর্টার: উৎসবের মরশুম কাটতেই রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য কোমর বাঁধা শুরু হয়েছে। তারই মধ্যে ২ নভেম্বর রাজ্যে সবক’টি রাজনৈতিক দলকে বৈঠকে ডাকল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৫ জানুয়ারি সারা দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকাতেই পঞ্চায়েত ভোট হবে রাজ্যে। তার আগে ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তা নিয়ে আলোচনার জন্যই মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ে এই বৈঠক।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২৩-এ দেশের একাধিক রাজ্যে বিধানসভা ভোট (Assembly Election)। এর মধ্যে রয়েছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, তেলেঙ্গানা, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড। এরপরেই লোকসভা ভোটের বাদ্যি বেজে উঠবে। তার আগে ৯ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা (Draft Voter List) প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকা নিয়ে আলোচনা ও মতামত জানার জন্যই বুধবার রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে নিয়মমাফিক সর্বদল (All Party meet) বৈঠক কমিশনের। যে বৈঠককে রুটিন প্রক্রিয়া বলে অভিহিত করছেন কমিশন আধিকারিকরা।
তাঁদের মতে, প্রতি বছরই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে সব রাজ্যের রাজনৈতিক দলগুলির মতামত জানতে আলোচনায় বসা হয়। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকা সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৫ জানুয়ারি। সেই তালিকাই গ্রহণ করে সব রাজ্য নির্বাচন কমিশনই। ২৫ জানুয়ারি জাতীয় নির্বাচক দিবসে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড (Voter Identity Card) তুলে দেওয়া হয়ে থাকে। ঠিক এই কারণেই বুধবারের সর্বদল এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব যথেষ্টই! কারণ, বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
নবান্ন (Nabanna) সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেই ভোটপর্ব সেরে ফেলতে চাইছে প্রশাসন। রাজ্য সরকারের সেই ‘বার্তা’ অনুযায়ী ফেব্রুয়ারিতে পঞ্চায়েত ভোটের (WB Panchayet Election)ইঙ্গিত দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনও। সেক্ষেত্রে জানুয়ারি মাসে নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, তাকে সামনে রেখেই পঞ্চায়েত ভোট হবে বাংলায়। নির্বাচনের সময় ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগ তোলাটাই দস্তুর। ফলে খসড়া ভোটার তালিকা নিয়ে দু’পক্ষের দড়ি টানাটানিতে নামার সম্ভাবনা দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.