Advertisement
Advertisement

শহরের রাজপথে আতঙ্ক, কৈখালিতে চলন্ত বাসে আগুন

আগুন লেগে যায় সরকারি এসি বাসে৷ 

State bus caught fire in the city
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 30, 2018 11:20 am
  • Updated:September 30, 2018 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির সকালে শহরের রাজপথে আতঙ্ক৷ কৈখালিতে চলন্ত বাসে আগুন৷ যাত্রীরা তড়িঘড়ি বাস থেকে নেমে যাওয়ায় অঘটন ঘটেনি৷ প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল৷ এলাকায় তীব্র যানজট৷ প্রাথমিক তদন্তে অনুমান, বাসের ব্যাটারিতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে গিয়েছিল৷

[ শহরে ফের অঙ্গদানের নজির, দাতা ও গ্রহীতা দু’জনই এই রাজ্যের]

Advertisement

যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে শহরের রাস্তায় এসি বাস নামিয়েছে পরিবহণ দপ্তর৷ বিভিন্ন রুটে এখনও চলছে সরকারি এসি বাস৷ রবিবার সকালে কৈখালিতে তেমনই একটি বাসে আগুন লেগে যায়৷ মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে চলন্ত বাসটি৷ আতঙ্কে তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন যাত্রীরা৷ ট্রাফিক গার্ডে খবর দেন বাসের চালক৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকল৷ প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ এদিকে এই ঘটনার জেরে সকালে বেশ কিছুক্ষণ ভিআইপি রোডের একটি লেন বন্ধ ছিল৷ ফলে কৈখালিতে তীব্র যানজট তৈরি হয়৷ তবে এখন ফের স্বাভাবিক গতিতে চলছে যানবাহন৷

রবিবার সকালে বিমানবন্দর থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল এক সরকারি এসি বাস৷ বাসে ৯ জন যাত্রী ছিলেন৷ যাত্রীদের দাবি, এয়ারপোর্ট থেকে যখন বাস ছেড়েছিল, তখনই পোড়া গন্ধ পেয়েছিলেন তাঁরা৷ বিষয়টি চালক জানিয়েওছিলেন৷ সকাল ৯ নাগাদ বাসটি পৌঁছয় কৈখালি মোড়ে৷ চালকের নজরে পড়ে, বাসের সামনের দিকে আগুন লেগে গিয়েছে৷ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ ততক্ষণে পালিয়েছেন বাসের কন্ডাক্টর৷ যাত্রীদের নামিয়ে ট্রাফিক গার্ডে খবর দেন চালক৷ ঘটনাস্থল পৌঁছয় দমকল৷ মিনিট ৪৫ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে৷ এদিকে এই ঘটনার জেরে রবিবার সকালে ভিআইপি রোডে একটি লেন বেশ কিছুক্ষণ বন্ধ ছিল৷ ফলে এলাকায় তীব্র যানজট তৈরি হয়৷ তবে এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক৷ কিন্তু, চলন্ত অবস্থায় সরকারি এসি বাসে কীভাবে আগুন লাগল? তা নিয়ে ধন্দে দমকল আধিকারিকরা৷ প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বাসে ব্যাটারি বক্সে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল৷ তা থেকেই আগুন লেগে যায়৷ 

[টার্গেট ২০১৯! অষ্টমীতে কলেজ স্কোয়ারে অঞ্জলি দেবেন ‘ভক্ত’ রাহুল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement