Advertisement
Advertisement

Breaking News

কেন্দ্রীয় নেতারা থাকলেও শপথে নেই রাজ্য বিজেপি

বিজেপির এই কড়া অবস্থান অবশ্যই দলের কেন্দ্রীয় নেতৃত্বের অস্বস্তি বাড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

State BJP would not be present at Mamata's oath taking ceremony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 3:18 pm
  • Updated:May 26, 2016 3:18 pm  

স্টাফ রিপোর্টার: দলের কেন্দ্রীয় নেতৃত্ব এলেও কাল রেড রোডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে না রাজ্য বিজেপি৷ বুধবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, “কেন্দ্রীয় নেতারা সৌজন্যের খাতিরে আসতেই পারেন৷ দিল্লির লোকেরা কী করবে তারা বুঝবে৷ রাজ্য পার্টি শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছে৷” রেড রোডে শপথ অনুষ্ঠান বয়কটই শুধু নয়, ওইদিন কলকাতা পুলিশের ডিসি-দের অফিস ও জেলায় জেলায় এসপি, এসডিও অফিসের সামনে বিক্ষোভও দেখাবে বিজেপি কর্মীরা৷ এই সিদ্ধান্তের কথাও এদিন জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ৷

বিপুল জনসমর্থন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন আমন্ত্রণ পেয়ে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা, তখন রাজ্য বিজেপির এই কড়া অবস্থান অবশ্যই দলের কেন্দ্রীয় নেতৃত্বের অস্বস্তি বাড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সন্ত্রাসের প্রতিবাদে নতুন সরকারের শপথ বয়কটের কথা জানিয়ে দিয়েছে সিপিএম ও কংগ্রেসও৷ ভোটের ফল প্রকাশের পর রাজ্যে দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে তৃণমূলের শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপি বয়কট করবে বলে গত সোমবারই হুঁশিয়ারি দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি হুমকি দিয়ে বলেছিলেন, সন্ত্রাস বন্ধ না হলে শপথ অনুষ্ঠানের দিন প্রয়োজনে রেড রোড ঘেরাও করা হবে৷ বুধবার দিলীপ ঘোষ জানিয়ে দেন শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছে বিজেপি৷ দিলীপবাবুর কথায়, “এই সরকারের প্রতি আমাদের কোনও দায় নেই৷ আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে৷ আমি কর্মীদের পাশেই থাকব৷ পার্টির কেউ শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবে না৷” ওইদিন বিক্ষোভ কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে থাকবেন বিজেপি সভাপতি৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement