Advertisement
Advertisement
West Bengal Day

জাতীয় সংগীতের মতো রাজ্যের জন্য তৈরি হোক ‘রাজ্য সংগীত’, প্রস্তাব স্পিকারের

বেশ কয়েকটি গানের কথা ভাবা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।

State Anthem will be made for West Bengal, proposes Assembly speaker | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 22, 2023 9:48 am
  • Updated:August 22, 2023 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে তরজা চলছে। বিজেপির প্রস্তাবিত ২০ জুন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে মানতে নারাজ শাসকদল তৃণমূল (TMC)। তারা চাইছে, পয়লা বৈশাখের মতো শুভ দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Day) হিসেবে পালন করতে। সেই মর্মে সোমবার প্রস্তাব দেওয়া হল পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির তরফে। মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। পাশাপাশি, বিধানসভার স্পিকারের প্রস্তাব, শুধু একটি দিন পালনই নয়, জাতীয় সংগীতের আদলে পশ্চিমবঙ্গের জন্য তৈরি হোক ‘রাজ্য সংগীত’। বেশ কয়েকটি গানও (Song) ভাবা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলাদা কমিটি তৈরি হতে পারে।

সোমবার বিধানসভায় (West Bengal Assembly) ‘পশ্চিমবঙ্গ দিবস’ দিবসের প্রস্তাবিত তারিখ হিসেবে পয়লা বৈশাখের কথা বলে পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি। এই কমিটির চেয়ারম্যান স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় নিজে। এছাড়া রয়েছেন ইতিহাসবিদ সুগত বসু। তিনিও পয়লা বৈশাখ দিনটিকেই সমর্থন জানিয়েছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, “বিভিন্ন রাজ্যের নিজেদের সংগীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনও সংগীত নেই। একটা জাতীয় সংগীত গোটা দেশের জন্য প্রযোজ্য। তবে অন্য রাজ্যের ক্ষেত্রে নিজের সংগীত রয়েছে। পশ্চিমবঙ্গের জন্যও এমন যদি কোনও গান তৈরি হয়, তা হলে ভালই হয়।”

Advertisement

[আরও পড়ুন: দ্রুত ছাত্রভোট, ‘অশান্ত’ যাদবপুরের ভার নিয়েই আরজি নয়া উপাচার্যের]

বিধানসভা সূত্রে খবর, এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কয়েকটি গান নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ কমিটির সদস্যরা। বিধানসভা সূত্রে খবর, ‘রাজ্য সংগীত’ বাছাইয়ের ক্ষেত্রে কমিটি গঠন করেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু – এই কয়েকটি রাজ্যের আলাদা ‘রাজ্য সংগীত’ আছে। এবার বাংলাতেও তা হতে চলেছে।

[আরও পড়ুন: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শ্যালিকাকে নিয়ে চম্পট দিল জামাই! শোরগোল পুরুলিয়ায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement