Advertisement
Advertisement

Breaking News

Dev

চারদিন পর অবশেষে অভিষেকের ধরনামঞ্চে হাজির তারকা-সাংসদ দেব

মঞ্চে দেখা যায়নি সাংসদ মিমি চক্রবর্তীকে।

Star MP Dev attended TMC Dharna at Kolkata | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 9, 2023 4:18 pm
  • Updated:October 9, 2023 4:35 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেকের ধরনা মঞ্চে অবশেষে হাজির তারকা-সাংসদ দেব (Dev)। গত ৫ দিন ধরে রাজভবনের অদূরে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। কম-বেশি তৃণমূলের সকল সাংসদ-বিধায়করা হয়েছিলেন সেখানে। কিন্তু তারকা সাংসদ দেব, মিমি চক্রবর্তীদের দেখা মেলেনি। তা নিয়ে রাজনৈতিকভাবে জলঘোলা হচ্ছিল।

সোমবার সেই জলঘোলার ইতি। বিকেল সাড়ে তিনটে নাগাদ মঞ্চে হাজির হন দেব। তখন মঞ্চে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দেবকে গাড়ি থেকে নামতে দেখেই ঘাটালের সাংসদকে মঞ্চে ডেকে নেন। বলেন, “আমাদের সাংসদ দেব এসেছেন। এই দেব আয়, উপরে উঠে আয়।” এর পর মঞ্চে উঠে অভিষেক (Abhishek Banerjee) এবং সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের পাশে বসেন তিনি। অভিষেকের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। তবে এদিনও মঞ্চে দেখা যায়নি যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তীকে।

Advertisement

[আরও পড়ুন: ‘মস্তানি করবেন না’, যোগেশচন্দ্র কলেজের প্রাক্তন ৫ ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

উল্লেখ্য, পুজোয় দেব এবং মিমি দুজনেরই সিনেমা মুক্তি পেতে চলেছে। দুজনেই প্রচারের কাজে ব্য়স্ত রয়েছেন বলে সূত্রের খবর। আর তাই দলের রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারছিলেন না তাঁরা, এমনই খবর সূত্র মারফত।

প্রসঙ্গত. রবিবার নিজের সংসদীয় এলাকা ঘাটালের (Ghatal) একাধিক জায়গায় নানা কর্মসূচি ছিল দেবের। সেখানেই সাংবাদিকরা তাঁকে মন্ত্রী, বিধায়কদের বাড়িতে আচমকা সিবিআই হানা নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে দেব বলেন, ”সিবিআই, ইডি নিজেরা নিজেদের কাজ করছে। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি সত্যিকারের তদন্তের স্বার্থে চলছে? দেখুন, যদিও কেউ কোনও দুর্নীতি করে থাকেন, তাহলে তদন্ত হোক। কিন্তু রাজনৈতিকভাবে এই কাজ করা হলে বলব, ক্ষমতা চিরকাল কারও একার থাকে না। রাজনৈতিক প্রতিহিংসার এই নজির তৈরি হলে কিন্তু মনে রাখতে হবে, অন্য কেউ ক্ষমতায় এলে আরও খারাপভাবে ইডি, সিবিআইকে ব্যবহার করবে।” এর পরই সোমবার ধরনা মঞ্চে অভিষেকের পাশে দেখা গেল তাঁকে। 

[আরও পড়ুন: ৭ নভেম্বর থেকে শুরু পাঁচ রাজ্যের ভোটগ্রহণ, দিনক্ষণ ঘোষণা কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement