Advertisement
Advertisement
সেন্ট জেভিয়ার্স

স্নাতকে ভরতির জন্য বিভিন্ন ফর্ম ফিলআপ, পড়ুয়াদের সুবিধায় সিদ্ধান্ত সেন্ট জেভিয়ার্সের

উইমেন স্টাডিজ নিয়ে নতুন কোর্স চালুর চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

St Xavier's College announced separate admission test dates
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 9, 2019 9:25 am
  • Updated:May 9, 2019 9:29 am  

স্টাফ রিপোর্টার:  সিবিএসই এবং আইএসসি দ্বাদশের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। কিন্তু উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে ঢের দেরি। সিবিএসই এবং আইএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের যাতে এই সময়টা নষ্ট না হয়, তার জন্য উদ্যোগ নিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনমাস)। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষ ফাদার ডোমিনিক স্যাভিও এসজি জানান, বি.কম-এর ক্ষেত্রে সিবিএসই-আইএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩১ মে। অন্যদিকে, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের ভরতির আবেদন করার শেষ দিন ৭ জুন। ফল প্রকাশের ভিত্তিতে ফর্ম জমা দেওয়ার দিন আলাদা হলেও মূল্যায়ণের ক্ষেত্রে যে সব বোর্ডকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন ফাদার।

[আরও পড়ুন: অত্যধিক গরমের জের, কলকাতা পুরসভার স্কুলগুলিতে ছুটি ঘোষণা]

এদিন কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, সিবিএসই এবং আইএসসি পড়ুয়াদের জন্য বিএমএস-এর প্রবেশিকা পরীক্ষা হবে ১ জুন। অন্যদিকে, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের জন্য এই পরীক্ষার দিন ধার্য হয়েছে ৮ জুন। স্নাতকে ইংরেজি, বাংলা, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, অঙ্ক, ইকনমিকস, মাইক্রোবায়োলজি, রাষ্ট্রবিজ্ঞান, এবং বি.এ জেনারেল কোর্সের জন্য অবশ্য সব বোর্ডর জন্য একই সময় ধার্য করা হয়েছে। এক্ষেত্রে ভর্তির আবেদন করার সময় ৬ মে দুপুর দুটো থেকে ৭ জুন পর্যন্ত। ইন্টিগ্রেটেড কোর্সের জন্যও ওই একই সময়ে অনলাইনে ফর্ম মিলবে।

Advertisement

           [আরও পড়ুন: আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের]

বি.কম এবং বিএমএস-এ আবেদনকারী সিবিএসই এবং আইএসসি বোর্ডের পড়ুয়াদের তালিকা প্রকাশিত হবে ৪ জুন। ওই একই বিষয়ে আবেদনকারী উচ্চমাধ্যমিক বোর্ডের ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ জুন। ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, বাংলা, এবং বিএ জেনারেল কোর্সে আবেদনকারী পড়ুয়া (সব বোর্ড)-এর তালিকা প্রকাশ হবে ১৩ জুন। অন্যদিকে, ইকোনমিকস, কম্পিউটার সায়েন্স, মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজিতে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সে আবেনকারী পড়ুয়াদের তালিকা প্রকাশ হবে ১৪ জুন। পদার্থবিদ্যা, রসায়ন, স্ট্যাটিসটিকস, অঙ্ক, এমসিভি এবং মাল্টিমিডিয়ায় পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সে ভরতির তালিকা বের করা হবে ১৮ জুন। বস্তুত, এই প্রথম কলা বিভাগে স্নাতকোত্তর কোর্স চালু করা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে। এদিন ফাদার বলেন, এই কলেজের কমার্স বিভাগ কলা বিভাগের তুলনায় অনেক এগিয়ে। কলা বিভাগকে শক্তপোক্ত করতেই নতুন কোর্স চালুর ভাবনা। এর পাশাপাশি ভবিষ্যতে উইমেন স্টাডিজ নিয়ে নতুন কোর্স চালু করার বিষয়টি এদিন তুলে ধরেন অধ্যক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement