Advertisement
Advertisement

Breaking News

SSKM Hospital

১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার

একটু এদিক-ওদিক হলেই প্রাণ সংশয়ের আশঙ্কাও ছিল।

SSKM Hospital saved life of a woman । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 16, 2023 12:23 pm
  • Updated:November 16, 2023 12:53 pm  

স্টাফ রিপোর্টার: ভেটকি মাছ খেতে গিয়েই বিপত্তি! ৩ ইঞ্চি লম্বা কাঁটা ১৬ দিন আটকে ছিল এক প্রৌঢ়ার গলায়। কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত খাদ‌্যনালি! এমন মারাত্মকভাবে গলা ফুলেছিল যে মাথা নাড়াতে পারছিলেন না। সেই ‘যমকাঁটা’ বের করল এসএসএকেএম হাসপাতালের ইএনটি বিভাগ। চিকিৎসকদের দক্ষতায় এযাত্রা প্রাণে বাঁচলেন ৫৭ বছরের রোকেয়া বিবি।

ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। দুপুরে ভাত খেতে বসে আয়েশ করে ভেটকি মাছ খাচ্ছিলেন রোকেয়া বিবি। একটা বড় টুকরো পুরোটাই মুখে নিয়েছিলেন বসিরহাটের ওই প্রৌঢ়া। চিবিয়ে খাওয়ার সময় ছোট কাঁটাগুলো বের করেন। প্রায় তিন ইঞ্চি লম্বা একটি কাঁটা গলায় আটকে যায়। প্রথম দিকে তেমন গুরুত্ব দেননি। দিনকয়েক পরে শুরু হয় অসহ‌্য যন্ত্রণা। ব‌্যথা এতটাই মারমুখী হতে থাকে যে মাথা, ঘাড় ঘোরাতেই পারছিলেন না। গত শুক্রবার স্থানীয় চিকিৎসকের কাছে যান। তিনি এক্স রে করে কাঁটার অবস্থান বুঝে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগে পাঠান।

Advertisement

[আরও পড়ুন: ডায়মন্ড হারবারে শুটআউট, দিদির শ্বশুরবাড়িতে গিয়ে খুন ভাই]

শনিবার ইএনটির চিকিৎসকরা ভালো করে পরীক্ষা করে দেখেন ভেটকি মাছের কাঁটা খাদ‌্যনালি ফুটো করে গলার পেশিতে আটকে আছে। পুঁজও জমে ছিল। তাই সংক্রমণও স্বাভাবিক। অ‌্যন্টিবায়োটিক দিয়ে ব‌্যথা কমানো হয়। পুঁজ বের করা হয়। মঙ্গলবার ফের লাইভ এক্সরে করে দেখা যায় কাঁটা আটকে আছে। অর্থোপেডিক বিভাগ থেকে সিআর্ম যন্ত্র এনে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন বিভাগীয় প্রধান ডা. দেবাশিস দেববর্মন এবং ডা.অরুণাভ সেনগুপ্ত।
 
এছাড়াও অস্ত্রোপচার দলে ছিলেন ইএনটি’র সায়ক হাজরা, সৌত্রিক কুমার, সৌরভময় বন্দ্যোপাধ‌্যায়, এবং তপোজিৎ দাস। এসএসকেএম হাসপাতালের থেকে জানানো হয়েছে, রোগিণী সুস্থ। দু-একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। খাদ‌্যনালির আশপাশে অনেক স্নায়ু রয়েছে। যেগুলি সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। রয়েছে ক‌্যারোটিড ধমনি। একটু এদিক-ওদিক হলেই প্রাণ সংশয় হতে পারত।

[আরও পড়ুন: কোলে বসিয়ে মোবাইল চার্জ, বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement