স্টাফ রিপোর্টার: সোমেই যোগ্য-অযোগ্যদেরা তালিকা প্রকাশ করার কথা এসএসসি’র। শোনা যাচ্ছে, পরীক্ষার্থীদের সংখ্যাটা যেহেতু ২২ লক্ষ, তাই দুই পর্যায়ে প্রকাশ হতে পারে। ওএমআর শিটও দেখানো হবে বলে এসএসসি সূত্রে খবর।
চাকরি বাতিল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আশ্বাস দেওয়া সত্ত্বেও ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ পথে নেমেছিলেন, ডিআই অফিসে বিক্ষোভ করেছেন। ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাকও দিয়েছিলেন তাঁরা। সেই পরিস্থিতিতেই ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিহারাদের একাংশ। এরপরই যোগ্য-অযোগ্যদেরা তালিকা প্রকাশ করবে বলে জানায় এসএসসি। এসবের মাঝে মানুষের সমর্থন পাওয়া নিয়ে প্রবল সংশয়ে ২১ এপ্রিল নবান্ন অভিযান স্থগিত করেছে চাকরিপ্রার্থী ও চাকরিহারা একাংশের ঐক্যমঞ্চ। এই সিদ্ধান্তের বিষয় তারা পুলিশকে জানিয়েও দিয়েছে। এদিকে আশ্বাসমতো ২১ এপ্রিল, সোমবার যোগ্য-অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে তোড়জোড় শুরু করেছে এসএসসি।
নবান্ন অভিযান স্থগিত করা নিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘কী দরকার এসব করার। একটা আইনি লড়াই চলছে, সরকার সব ধরনের চেষ্টা করছে, তার পরও এ সব করার কোনও মানে হয় না।’’ চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চের কথায়, “লালবাজার, ভবানী ভবনে গত শুক্রবার পুলিশ আধিকারিকরা ডেকে বলেছেন, আপনাদের যা দাবি রয়েছে দিয়ে যান, আমরা সরকারের কাছে অবশ্যই পাঠিয়ে দেব। মুখ্যসচিবের সঙ্গে আধিকারিকরা কথা বলবেন বলে জানিয়েছেন। পুলিশ আধিকারিকের আশ্বাসের পর নবান্ন অভিযান আপাতত হচ্ছে না।” উল্লেখ্য, এদিকে বেতনবৃদ্ধির দাবিতে আগামী সোম-মঙ্গলবার এবং শুক্র-শনিবার স্কুল বন্ধের ডাক দিয়েছে পার্শ্বশিক্ষকদের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.