Advertisement
Advertisement

চাকরিপ্রার্থীদের অনশনের মধ্যেই বিজ্ঞপ্তি, মার্চেই হবে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং

অনশন প্রত্যাহার করবেন কিনা, সে বিষয়ে এখনও কিছুই জানাননি চাকরিপ্রার্থীরা৷

SSC to starts counselling
Published by: Sayani Sen
  • Posted:March 9, 2019 10:39 am
  • Updated:March 9, 2019 10:59 am  

দীপঙ্কর মণ্ডল: ফের শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন৷ এসএসসির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কয়েকদিনের মধ্যেই ফের কাউন্সেলিং শুরু হবে৷ সেই মতো এসএসসি প্রার্থীদের লাগাতার অনশনের নবম দিনে তৃতীয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। নবম ও দশম শ্রেণির প্রার্থীদের জন্য ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত কাউন্সেলিং চলবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকতা করার জন্য যাঁরা আবেদন করে পরীক্ষায় পাশ করেছেন তাঁদের কাউন্সেলিং হবে ১৯ এবং ২০ মার্চ। কাউন্সেলিংয়ের ঘোষণা হলেও অনশন প্রত্যাহার করবেন কিনা, সে বিষয়ে এখনও কিছুই জানাননি চাকরিপ্রার্থীরা৷

[বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়, তুঙ্গে রাজনৈতিক জল্পনা]

২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা থেকে জটের সূত্রপাত। একাধিক দাবি তুলে হাই কোর্টে মামলা করেন পরীক্ষার্থীদের একাংশ। যার জেরে বিলম্বিত হয় ফলপ্রকাশ। তবে, তার মধ্যেই পুরনো প্যানেল থেকে শিক্ষক নিয়োগ করা হয়েছে৷ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে সেই পরীক্ষার উপর ভিত্তি করেই নিয়োগ চলছে। অনেকে চাকরির নিয়োগপত্র পেলেও, পোস্টিং হয়নি। ফলে তাঁরা চরম অনিশ্চয়তায়। যাঁরা পরীক্ষায় পাশ করেছেন তাঁদের একটি অংশ চাকরির নিশ্চয়তার দাবি তুলে একটানা অনশন চালিয়ে যাচ্ছেন৷ ইতিমধ্যেই গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অনশনকারীরা৷ এসএসসি-র চেয়ারম্যান সৌমিত্র সরকার জানান, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ফের কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন৷ সেই মতো শুক্রবার তৃতীয় কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। একাদশ-দ্বাদশের কাউন্সেলিং হবে আগামী ১৯ ও ২০ মার্চ৷ নবম-দশম কাউন্সেলিং হবে ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত৷ 

Advertisement

SSC-NOTIFICATION

[রায়গঞ্জ,মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণা করে কংগ্রেসের কোর্টে বল ঠেলল সিপিএম]

একটানা অনশনের মাঝে এসএসসির জারি হওয়া বিজ্ঞপ্তি অনশনকারীদের অক্সিজেন জোগাচ্ছে৷ তবে তাঁরা অনশন প্রত্যাহার করবেন কিনা, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement