Advertisement
Advertisement

Breaking News

SSC Scam

‘রায়ে খুশি নই’, হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC

কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল।

SSC Scam: SSC to challenge Calcutta HC verdict at Supreme Court
Published by: Sayani Sen
  • Posted:April 22, 2024 1:32 pm
  • Updated:April 22, 2024 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল ২০১৬ সালের এসএসসির (SSC) পুরো প্যানেল। এই রায়ে খুশি নই, রায় শুনে প্রতিক্রিয়া এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনার কথাও জানান তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “রায়ে খুশি নই। সুপ্রিম কোর্টে আবেদন করব। রায়ের সম্পূর্ণ কপি না পেলে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। কীভাবে আবেদন করব, সে বিষয়ে এখনই কিছু বলব না।” তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ার সিবিআই অনুসন্ধান চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কমবেশি ৫ হাজার জনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল। আইনসংগতভাবে তাঁরা চাকরি পাননি বলেই জানিয়েছিল সিবিআই। কলকাতা হাই কোর্টেও এর আগে বেশ কয়েকজনের সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। তা বাতিল করাও হয়েছিল। সিবিআই আরও তথ্য জানায়, আমরাও জানিয়েছিলাম তার ভিত্তিতেই এদিন নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খুব কঠোর সিদ্ধান্ত।” কী কারণে কার চাকরি গেল, তা সবিস্তারে আগে জানা প্রয়োজন বলে জানান এসএসসি চেয়ারম্যান। তার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: SSC রায়: ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল, ফেরাতে হবে সুদ-সহ বেতন]

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। দিতে হবে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ। ডিআই এবং জেলাশাসকদের মারফতই বেতন ফেরাতে হবে চাকরিহারাদের। বেতন ফেরতের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে তা ৬ সপ্তাহের মধ্যে নিশ্চিত করতে হবে ডিআই এবং জেলাশাসকদের। এই রায় ‘অত্যন্ত কঠিন’ বলেই মনে করছেন এসএসসি চেয়ারম্যান। এসএসসিকে আদালতের নির্দেশ ওএমআর শিট বা উত্তরপত্র অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। আদালতের নির্দেশ মেনে সেই কাজ অতি দ্রুত করা হবে বলেও জানান এসএসসি চেয়ারম্যান।

[আরও পড়ুন: বন্ধ সব দোকান! ভেস্তে গেল দিলীপের চা চক্র, তৃণমূলের ‘ষড়যন্ত্র’কে দায়ী করলেন বিজেপি প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement