Advertisement
Advertisement
SSC Teachers' Protest

‘অযোগ্যদের জন্য চাকরি গেল’, সুবিচার চেয়ে ‘দিল্লি চলো’ ৬০ ‘যোগ্য’ চাকরিহারার

বুধবার যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ করবেন চাকরিহারাদের একাংশ।

SSC Teachers Protest: Some protesters going to Delhi
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 14, 2025 2:18 pm
  • Updated:April 14, 2025 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। কিন্তু তাতেও নিশ্চিত হতে পারছেন না সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ। ফলে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। এবার দিল্লি যাচ্ছেন ‘যোগ্য’ চাকরিহারারা । সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে করে দিল্লি রওনা হলেন তাঁরা। বাসে ওঠার সময় নিশানা করলেন ‘অযোগ্য’দের। বললেন, “অযোগ্যদের জন্য আমাদের চাকরি গেল।”

ছবি: ব্রতীন কুণ্ডু।

নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, “কাজ করে যান। বাচ্চাদের শিক্ষা দিন। ২ টো মাস কষ্ট করুন।” তাতেও আন্দোলন থামেনি। ডিআই অফিস অভিযান করেন চাকরিহারাদের একাংশ। অনশনের পথেও হাঁটেন। যদিও অনশন প্রত্যাহারও করেছেন তাঁরা। এরই মাঝে রবিবার ‘যোগ্য’দের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছে এসএসসি।

Advertisement

এদিকে রাজ্যের শত আশ্বাসেও শঙ্কামুক্ত হতে পারছেন না ‘যোগ্য’রা। ফলে আন্দোলন চলছে। রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে আগামী ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা। আজ, আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারকদের নিয়ে বিশেষ কর্মসূচি। ওয়াই চ্যানেলে চলছে ধরনা। সেই ধরনামঞ্চ থেকেই বাসে দিল্লির উদ্দেশে রওনা হলেন ৬০ ‘যোগ্য’ চাকরিহারা। বাসে ওঠার সময় তাঁরা বললেন, “আমাদের চাকরিটা চলে গেল ওদের জন্য যাঁরা বেনিয়ম করে চাকরি পেয়েছেন।” বুধবার দিল্লির যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি রয়েছে তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub