Advertisement
Advertisement

Breaking News

SSC Recruitment Case

রাস্তা ছেড়ে ক্লাসরুমে! আন্দোলন চালানোর বার্তা দিয়েও SSC ভবন ঘেরাও প্রত্যাহার চাকরিহারাদের

৫ দিনের মাথায় অবস্থান প্রত্যাহার করলেন চাকরিহারারা।

SSC Recruitment Case: Jobless teachers leave SSC Bhawan despite protest calls
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 25, 2025 11:55 am
  • Updated:April 25, 2025 2:08 pm  

রমেন দাস ও বিধান নস্কর: ৫ দিনের মাথায় এসএসসি ভবন ঘেরাও প্রত্যাহার। আগামী ২ দিন শহিদ মিনারের কাছে চলবে অবস্থান। এরই মাঝে যাবতীয় নথি পত্রের কাজ শেষ না হলে বিকাশ অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। তবে সব ঠিক থাকলে চাকরিহারারা আগামী সোমবার থেকে স্কুলে ফিরতে পারেন বলেই খবর। 

যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে গত সোমবার এসএসসি ভবনে বাইরে ধরনায় বসেছিলেন চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি ছিল, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। কিন্তু সুপ্রিম নির্দেশ না থাকায় যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি (SSC)। তবে ডিআই অফিসে পাঠানো হয়েছিল যোগ্যদের লিস্ট। তবে সেই তালিকাতেও নাম ছিল না একাধিক যোগ্যের। ফলে ধরনা চলছিলই। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এসএসসি ভবন ঘেরাও তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন চাকরিহারারা।

Advertisement

এদিন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হলে আন্দোলন প্রত্যাহারের কথা জানিয়েছেন আন্দোলনের মুখ মেহবুব মণ্ডল। শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “আমরা একে অপরকে প্রতিপক্ষ মনে করতে শুরু করছি। আমরা জানি লড়াইটা সুপ্রিম কোর্টই লড়তে হবে। এসএসসি অফিসে বসে হাতাহাতি করে লাভ নেই। এতে আসল উদ্দেশ্য থেকে পিছিয়ে যাব। যোগ্য শিক্ষক হয়ে নিজেরা লড়াই করব আর মিডিয়া দেখাবে সেটা চাই না। আমাদের দাবি আদায়ে যা করার সেটা করব। তবে আপাতত ধরনা তুলে নিচ্ছি।” আগামী সোমবার থেকে চাকরিহারারা স্কুলে ফিরবেন বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub