Advertisement
Advertisement
SSC

‘যোগ্য’দের তালিকা শিক্ষাদপ্তরে পাঠাল এসএসসি, পরবর্তী পদক্ষেপ কী?

তালিকা অনুযায়ী ‘যোগ্য' চাকরিহারার সংখ্যা প্রায় ১৯ হাজার।

SSC sent list of untainted candidates to Education department
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 13, 2025 9:41 pm
  • Updated:April 13, 2025 11:34 pm  

ধীমান রক্ষিত: সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল করার পর থেকেই যোগ্য, অযোগ্যদের নামের তালিকা আলাদা করার দাবি করছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক, শিক্ষাকর্মীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও একই দাবিতে সোচ্চার হয়েছিলেন তাঁরা। তাঁর ২ দিনের মাথায় ‘যোগ্য’ চাকরিহারাদের নামের তালিকা স্কুল শিক্ষাদপ্তরকে ই-মেইল করে পাঠাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তালিকা অনুযায়ী ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা প্রায় ১৯ হাজার বলেই শিক্ষা দপ্তর সূত্রের খবর।

সূত্রের খবর, ‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নতুন এই তালিকার যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে।

Advertisement

উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, “কাজ করে যান। বাচ্চাদের শিক্ষা দিন। ২ টো মাস কষ্ট করুন।” তাতেও আন্দোলন থামেনি। ডিআই অফিস অভিযান করেন চাকরিহারাদের একাংশ। অনশনের পথেও হাঁটেন। এরই মাঝে গত শুক্রবার শিক্ষামন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement