ফাইল ছবি।
অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নামে ১০৫ পাতার চার্জশিট জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তাঁর ২ কোটি টাকার আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য,শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের সঙ্গে তাঁর যোগসাজশের প্রমাণও মিলেছে বলে উল্লেখ চার্জশিটে।
মঙ্গলবার কুন্তল ঘোষের নামে ১০৫ পাতার চার্জশিট জমা করেন ইডির আইনজীবী। সেখানে ১৮ সাক্ষীর উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কুন্তলের ২ কোটি টাকার আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা। চার্জশিট অনুযায়ী, ২ কোটি টাকার লেনদেনর হদিশ পাওয়া গিয়েছে। তার মধ্যে ১ কোটি টাকার নগদ ও ১ কোটি টাকার সম্পত্তির লেনদেনের হদিশ মিলেছে।
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ-শান্তনু ঘোষদের। আপাতত ইডি হেফাজতে রয়েছেন তাঁরা। অভিযোগ, তাঁরাই বৈঠক করে চাকরির দর ঠিক করত। আর সেই দর ঠিক করতে মাঝেমধ্যেই আলোচনায় বসতেন কুন্তল-শান্তনুরা। বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছিল শহরের অভিজাত কয়েকটি কফিশপ। এবার সেই কফিশপের সিসিটিভি ফুটেজ চেয়েছে ইডি, এমনই সূত্রের খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.