Advertisement
Advertisement

Breaking News

SSC Scam

SSC Scam: রাতভর জেরা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডির হাতে গ্রেপ্তার মানিক ভট্টাচার্য

তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের ভুয়ো তালিকা দেওয়ার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

SSC scam: ED arrests Manik Bhattacharya after interrogation overnight | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 11, 2022 9:00 am
  • Updated:October 11, 2022 10:43 am  

অর্ণব আইচ: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। এবার ইডির (ED) জালে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। সোমবার রাতভর তাঁকে সল্টলেকের (Salt Lake) সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের পর ভোরে গ্রেপ্তার করা হয়েছে। পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষক নিয়োগের ভুয়ো তালিকা দিয়েছিলেন, এছাড়া তিনি ঘুষও নিয়েছিলেন। উপরন্তু তদন্তে সহযোগিতা করছিলেন না তিনি, এমনই অভিযোগ করছেন ইডির তদন্তকারীরা।

এর আগে SSC দুর্নীতি মামলায় একাধিকবার মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে একাধিক দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পর রাজ্য সরকারের তরফে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তারপরও তিনি ছিলেন তদন্তকারীদের স্ক্যানারে। মানিক ভট্টাচার্যকে বারবার এই মামলায় নথিপত্র দিয়ে সাহায্যের জন্য তলব করা হয়েছিল। তিনিও বারবার এড়িয়ে গিয়েছিলেন।

[আরও পড়ুন: ভোল পালটে সক্রিয় PFI, দিওয়ালিতে কলকাতায় নাশকতার ছক! থানাগুলিকে সতর্ক করল লালবাজার]

মাঝে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেসময় লুকআউট নোটিসও (Lookout Notice) দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে। যদিও তার পরদিনই তাঁকে যাদবপুরের ফ্ল্যাটের বারান্দায় দেখা যায়।  তিনি বহাল তবিয়তে এখানেই যে রয়েছেন, তা স্পষ্ট হয়েছিল। এরপর সোমবার ইডি মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠায় সিজিও কমপ্লেক্সে। নথিপত্র নিয়ে তাঁকে যেতে বলা হয়। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হয়। মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা দিতেন শিক্ষাদপ্তরে। এছাড়া ঘুষের টাকাও তিনি আত্মসাৎ করতেন বলে অভিযোগ। আজই তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। 

[আরও পড়ুন: নজরে আদিবাসী ভোট, ‘গুজরাট গৌরব যাত্রা’ শুরু করতে চলেছে বিজেপি]

এসএসসি দুর্নীতি মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যরা। এঁরা প্রত্যেকেই শিক্ষাদপ্তর,  এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও না কোনও পদে ছিলেন। আসলে দুর্নীতি মামলায় অর্থের মূল উৎসের সন্ধানে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement