Advertisement
Advertisement

Breaking News

SSC

SSC দুর্নীতি মামলা: ‘আমি কোনও দল করি না’, তৃণমূলের দাবিতেই সিলমোহর পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার

আইনে আস্থা রাখার কথা বলেন ধৃত অর্পিতা মুখোপাধ্যায়।

SSC scam: Arpita Mukherjee claims that she is not a part of any political party, approves TMC statement | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 24, 2022 2:15 pm
  • Updated:July 24, 2022 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি (SSC) দুর্নীতি মামলার তদন্তে নেমে মডেলের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি, তাঁর সঙ্গে তৃণমূলের (TMC) কোনও সম্পর্ক নেই, একাধিকবার সেই দাবি জানিয়েছেন নেতারা। এবার তাতে সিলমোহর দিলেন স্বয়ং মডেলই। রবিবার জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় ইডির হাতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে সাংবাদিকরা তাঁর রাজনৈতিক পরিচয়  নিয়ে জিজ্ঞাসা করলে তিনি সাফ জানান, ”আমি কোনও দল করি না।”

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় প্রায় ২৭ ঘণ্টা জেরার পর ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee)। তাঁর সূত্রেই টালিগঞ্জের বিলাসবহুল আবাসনে তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, অর্পিতাকে চেনেন কিন্তু টাকার উৎস সম্পর্কে কিছু জানেন না। 

Advertisement

[আরও পড়ুন: আজ দিনভর মেঘলা আকাশ, সোমবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলিতে]

পরে কুণাল ঘোষ (Kunal Ghosh), ফিরহাদ হাকিমরা সাংবাদিক বৈঠকে একই দাবি করেছিলেন। স্পষ্টই তাঁরা বলেন, যাঁর বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে, তিনি তৃণমূলের কেউ নন, কোনও যোগ নেই দলের সঙ্গে। এমনকী ২১ জুলাই শহিদ স্মরণের মঞ্চে অর্পিতার জ্বলজ্বলে উপস্থিতি নিয়েও কুণাল ঘোষের বক্তব্য ছিল, দলের কোন অনুষ্ঠানে, কার আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন, তার দায় দলের নয়। 

[আরও পড়ুন: পার্থর গ্রেপ্তারির কোনও প্রভাব পড়বে না, এবার দুর্গাপুজোয় বড় চমক দিতে প্রস্তুত নাকতলা]

রবিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য় ইএসআই হাসপাতাল থেকে বেরনোর পথে অর্পিতা নিজেই তাঁদের এসব দাবিকে সমর্থন করলেন। স্পষ্ট বললেন, ”আমি কোনও দল করি না।” আগেই তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে আইনের উপর আস্থার কথা বলেছিলেন নাকতলা উদয়ন সংঘের পুজোর মডেল। অনড় রইলেন সেই দাবিতেই। পাশাপাশি, বেলঘরিয়ার বাড়িতে থাকা একাকী মা-কে দেখভালের কথাও শোনা গেল অর্পিতার মুখে। এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement