Advertisement
Advertisement
SSC

SSC দুর্নীতি মামলা: পার্থ ‘ঘনিষ্ঠ’ অধ্যাপক মোনালিসা দাস, তাঁর সম্পত্তির হিসেব দেখে চমকে যাবেন

কী প্রতিক্রিয়া কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপকের?

SSC Recruitment Scam: huge property of Monalisa Das, close aide Professor of Partha Chatterjee
Published by: Sucheta Sengupta
  • Posted:July 23, 2022 4:23 pm
  • Updated:July 23, 2022 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র আঠাশ বছর বয়সি মডেলের বাড়িতে সঞ্চিত ২১ কোটি টাকা! শুক্রবার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা, সোনা দেখে চোখ প্রায় কপালে ইডি আধিকারিকদের। তবে শুধু মডেল অর্পিতা মুখোপাধ্যায়ই নয়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ আরও অনেক ‘মাথা’ নজরে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। তাঁরই একজন অধ্যাপক মোনালিসা দাস (Monalisa Das)। তিনি পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। আর সেই সূত্রেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ, ঘনিষ্ঠতা বলে ইডি সূত্রে খবর। তবে বর্তমানে মোনালিসা যে বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী, তা নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত ইডির রাডারে অধ্যাপক মোনালিসা দাস। যদিও তিনি বলছেন, ”সততার সঙ্গে বাঁচি।”

Advertisement

২০১৪ সালে আসানসোলের (Asansol) কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন মোনালিসা দেবী। সেসময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের একটা সূত্র বলছে, খুব কম দিনের মধ্যেই অধ্যাপক থেকে বিভাগীয় প্রধানের পদে উন্নীত হন মোনালিসা দাস। এই উত্থান কি পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই? উঠছে সেই প্রশ্নও।

[আরও পড়ুন: ‘নেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম, পাইনি’, SSC মামলায় গ্রেপ্তারির পর মুখ খুললেন পার্থ]

এ তো গেল মোনালিসা দেবীর কেরিয়ারে তৎকালীন শিক্ষামন্ত্রীর প্রভাব নিয়ে প্রশ্ন। তাঁর সম্পত্তির উৎস নিয়েও ধোঁয়াশা রয়েছে যথেষ্ট। মোট ১০ টি ফ্ল্যাটের মালকিন অধ্যাপক মোনালিসা দাস। শান্তিনিকেতন (Santiniketan), নদিয়ায় বাড়ি ছাড়াও একাধিক জায়গায় তাঁর নামে ফ্ল্যাট রয়েছে। শান্তিনিকেতনরে বাড়িটির নাম ‘অপা’। শোনা যাচ্ছে, এই সবই আসলে পার্থ চট্টোপাধ্যায়ের। তিনিই মোনালিসা দেবীকে সেসব ফ্ল্যাট দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। তার সত্যতা যাচাই করতে মোনালিসা দেবীকেও জেরার কথা ভাবছে ইডি।

[আরও পড়ুন: রণবীরের নগ্ন ফটোশুটে শোরগোল বলিপাড়ায়! স্বামীর কাণ্ড নিয়ে কী বললেন দীপিকা?]

যদিও গোটা বিষয় নিয়ে মোনালিসা দাসের প্রতিক্রিয়া, ”উনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমি শিক্ষিকা। এই প্রয়োজনে যোগাযোগ, কথাবার্তা হতেই পারে। এর বাইরে একেবারেই তাঁর সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক। আমি সততার সঙ্গে বাঁচি।” 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement