Advertisement
Advertisement

Breaking News

SSC

২ দিন পর শর্তসাপেক্ষে ঘেরাওমুক্ত SSC চেয়ারম্য়ান, ‘চলবে ধরনা’, জানালেন আন্দোলনকারীরা

কী জানালেন আন্দোলনকারীরা?

SSC chairman released after 2 days
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 23, 2025 9:14 am
  • Updated:April 23, 2025 9:44 am  

বিধান নস্কর, দমদম: ২ দিন পর অবশেষে শর্তসাপেক্ষে ঘেরাওমুক্ত SSC চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। তবে ধরনা জারি থাকবে, সাফ জানালেন আন্দোলনকারী চাকরিহারারা। তাঁদের বক্তব্য, “লিস্টের বিষয়টা শিক্ষামন্ত্রীর সঙ্গে বুঝব। তবে আজ আমাদেরই মামলার শুনানি আছে হাই কোর্টে। সেখানে চেয়ারম্যান স্যরের সশরীরে উপস্থিত থাকার কথা। তাই আমরা ওঁকে ঘেরাওমুক্ত করলাম।”

যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে গত সোমবার থেকে এসএসসি ভবনে বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি ছিল, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। মঙ্গলবারও এসএসসি চেয়ারম্যান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও রফাসূত্র মেলেনি। মঙ্গলবার রাতেও রাস্তাতেই ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। দফায় দফায় বৈঠক করেন তাঁরা। এরপরই বুধবার সকালে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাওমুক্ত করার কথা ঘোষণা করলেন চাকরিহারারা।

Advertisement

এদিন সকালে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, “আমাদের দাবি ছিল লিস্ট প্রকাশ করার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন সেটা এখন হচ্ছে না। ফলে বিষয়টা ওঁর সঙ্গেই আমরা বুঝব।” তিনি আরও জানান, বুধবারই এসএসসির মামলা রয়েছে হাই কোর্টে। সেখানে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হাজিরা দেওয়ার কথা। সেই কারণেই মূলত ঘেরাও মুক্ত করার সিদ্ধান্ত। তবে আন্দোলন-ধরনা জারি থাকবে বলেই জানান চাকরিহারারা। তাঁদের কথায়, “২২ লক্ষ ওএরআর শিট প্রকাশ করতেই হবে।”    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement