সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমরা যোগ্য’ পাস বণ্টন নিয়ে তুমুল উত্তেজনা। একদল চাকরিহারা ওই পাস পেলেও, আরেকদল পাননি। আর ওই পাস না থাকলে নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ দিতে পারবেন না চাকরিহারারা। যাঁরা পাস পাননি সোমবার সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গেও হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পাসহীনরা।
গত ৩ এপ্রিল, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। চাকরিহারাদের হাহাকারে ভারী গোটা বাংলা। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আজ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশ। সেখানে বেলা ১২টা নাগাদ যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকল্প দিশা দেখাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান, সেই আশায় বুক বেঁধেছেন চাকরিহারারা। জানা গিয়েছে, এই সমাবেশের আগে রবিবার রাতে পাস বণ্টন করা হয়। ওই পাস বণ্টন ঘিরেই যত অশান্তি। সোমবার সকালে শহিদ মিনার থেকে ‘আমরা যোগ্য’ পাস হাতে নেতাজি ইন্ডোরের দিকে এগোতে থাকেন চাকরিহারারা। যাঁদের কাছে ওই পাস নেই, তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। নেতাজি ইন্ডোরের সামনে মিছিল পৌঁছলে চাকরিহারাদের দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
পুলিশ পরিস্থিতি সামাল দিতে যায়। চাকরিহারাদের সঙ্গে পুলিশেরও ধস্তাধস্তি, হাতাহাতি শুরু হয়। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গার্ডওয়াল দিয়ে নেতাজি ইন্ডোরের প্রবেশপথ ঘিরে দেওয়া হয়। চূড়ান্ত বিশৃঙ্খলার খবর পাওয়ামাত্রই নগরপাল মনোজ ভার্মাও ঘটনাস্থলে পৌঁছন। ‘আমরা যোগ্য’ পাস হাতে থাকা চাকরিহারাদের দাবি, একজন ‘অযোগ্য’ নেতাজি ইন্ডোরে ঢুকলেও বৈঠক বাতিল। যদিও ‘অযোগ্য’রা এই দাবি মানতে নারাজ। তাঁদের দাবি, “যোগ্য ও অযোগ্য বাছল কারা? মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে কথা বলবেন বলেছেন। তাই আমরাও বৈঠকে যোগ দেব।” মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে পৌঁছনোর পর কী হয়, সেদিকেই নজর সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.