Advertisement
Advertisement
অনশন

মুখ্যমন্ত্রীর আশ্বাসে গলল বরফ, অনশন প্রত্যাহার এসএসসি চাকরিপ্রার্থীদের

জুনে দাবি পূরণ না হলে, ফের আন্দোলনের হুঁশিয়ারি৷

SSC agitation ends, protesters calls off fasting after assurance
Published by: Sucheta Sengupta
  • Posted:March 28, 2019 5:07 pm
  • Updated:March 28, 2019 5:32 pm  

দীপঙ্কর মণ্ডল: মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দাঁড়ানোই ছিল উপশম৷ তাঁকে দেখে, তাঁর কথায় ভরসা পেয়ে প্রায় একমাসের অনশন প্রত্যাহার করে নিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা৷ ধর্মতলার মেয়ো রোড থেকে আপাতত উঠলে তাঁদের অনশনমঞ্চ৷ সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ৷ আন্দোলনে তাঁদের পাশে থাকা সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা৷ ফল এবং ফলের রস খেয়ে অনশন ভেঙেছেন আন্দোলনকারীরা৷

ssc-eat

Advertisement

নিয়োগতালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়ম মেনে চাকরি হয়নি৷ এই অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ধর্মতলার মেয়ো রোডে অনশন শুরু করেন কয়েকশো এসএসসি চাকরিপ্রার্থী৷ তাঁদের দাবি ছিল, শূন্য পদের একটি আপডেটেড তালিকা প্রকাশ করতে হবে৷ ফলপ্রকাশের তালিকার পাশে প্রত্যেকের প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে৷ সরকারের কাছে এই আবেদন পৌঁছে দিতে দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচেই দিন, রাত কাটিয়েছেন তাঁরা৷ আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী মহলের একাংশ৷ তাঁদের হয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেছেন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনশনমঞ্চ গেলে তাঁর কাছে কাতর আবেদন জানিয়েছিলেন আন্দোলনকারীরা৷ বিভিন্নভাবে জট কাটানোর চেষ্টা হলেও, সফল হয়নি৷ অনশনকারীরা চাইছিলেন, মুখ্যমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে গিয়ে কথা বলুন৷

                                                     [ আরও পড়ুন : আরএসএসের ঘনিষ্ঠ কেন পর্যবেক্ষক, কমিশনকে চিঠি তৃণমূলের]

শেষপর্যন্ত সেই আবেদনে সাড়া দিয়ে বুধবার সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের অনশনমঞ্চে পৌঁছে যান৷ তাঁকে কাছে পেয়েই বরফ গলে৷ তিনি নিজে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তাঁদের অভিযোগ শোনেন, সমস্যা বোঝার চেষ্টা করেন৷ তারপর মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই মুহূর্তে নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়৷ জুনের প্রথম সপ্তাহের মধ্যে সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখনই বোঝা গিয়েছিল, অনশন তুলে নিতে চলেছে এসএসসি চাকরিপ্রার্থীরা৷ কিন্তু জট বাঁধে বুধবার রাতে পুলিশ গিয়ে অনশন তোলার চেষ্টা করার অভিযোগ ঘিরে৷ তাতে ফের পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা দেখা দেয়৷

                                               [ আরও পড়ুন : ‘মেয়াদ উত্তীর্ণ ফেলে দেওয়া ওষুধ’, অনুপমকে তীব্র কটাক্ষ মিমির]

তবে বৃহস্পতিবার দুপুরে অনশনকারীদের প্রতিনিধিদল বিকাশ ভবনে এসএসসি চেয়ারম্যান-সহ শীর্ষ কর্তৃত্বের সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলো জানায়৷ বেশ কিছুক্ষণ ধরে আলোচনা চলে৷ তারপর বিকেলেই তাঁরা সেখান থেকে বেরিয়ে ধর্মতলার অনশনমঞ্চে গিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান, ‘আমরা আলোচনায় সন্তুষ্ট৷ ১৪ দফা দাবি তুলে ধরেছিলাম৷ ওনারা সব বুঝেছেন৷ আমরা সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপাতত অনশন প্রত্যাহার করছি৷ তবে আশ্বাসমতো জুনের প্রথম সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে, ফের আন্দোলন শুরু করব৷’ তবে আন্দোলনে প্রাথমিকভাবে জয় হয়েছে তাঁদের, এই আনন্দ থেকে এদিন তাঁরা মিষ্টিমুখ করিয়ে একে অপরকে অভিনন্দন জানিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement