Advertisement
Advertisement

আলিপুর ব্রিজে ওঠার মুখে বাইকের চাকা পিছলে যুবকের মৃত্যু, গুরুতর জখম ১

রেসিং করতে গিয়েই কি ঘটল দুর্ঘটনা? তদন্তে পুলিশ।

Speedster crashes bike, killed on Kolkata road
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 9:34 am
  • Updated:July 26, 2018 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শহরে ফের বাইক রেসিং? আলিপুর ব্রিজে ওঠার মুখে দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। জখম ১। এদিকে বুধবার সকালে নিউটাউনে আহত হলেন এক ব্যক্তি। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নতুনগ্রাম এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা। আহত ব্যক্তি ভরতি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

[ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল, ধৃত দুই জামাত জঙ্গি]

Advertisement

দিনভর শহরের রাস্তায় যান চলাচলের বিরাম নেই। আর রাত নামলেই ফাঁকা রাজপথে চলে বাইক রেসিং। অত্যন্ত দ্রুত গতিতে ছুটে যায় ঝাঁকে ঝাঁকে বাইক। ঘটে দুর্ঘটনা। দিন কয়েক আগেই টালিগঞ্জের আনোয়ার শাহ রোডে বাইক রেসিং করতে গিয়ে প্রাণ গিয়েছিল এক যুবকের। মঙ্গলবার গভীর রাতেও কি তেমনই ঘটনা ঘটল আলিপুর সেতুতে?  তদন্তে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গতিতে  বাইক চালিয়ে আলিপুর ব্রিজে উঠছিলেন এক যুবক। বাইকের পিছনের সিটে বসেছিলেন আরও একজন। ব্রিজে ওঠার মুখে বাইকে একটি চাকা পিছলে যায়। ছিটকে পড়েন বাইকের চালক। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি বাইকের আর এক সওয়ারি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাইকটির পিছনে আরও কয়েকটি বাইক ছিল। তাই বাইক রেসিংয়ের কারণে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার সকালে দুর্ঘটনা ঘটল নিউটাউনে। নতুন গ্রামে বাসের ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। তাই চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ।

[ স্কুল সার্ভিস কমিশনের জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার দম্পতি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement