Advertisement
Advertisement

Breaking News

ইডেন ম্যাচের জন্য আজ শহরে চলবে অতিরিক্ত মেট্রো-ট্রেন-বাস

দর্শকদের সুবিধার্থেই এই ব্যবস্থা।

Special transportation for IND v WI match
Published by: Sulaya Singha
  • Posted:November 4, 2018 4:20 pm
  • Updated:November 4, 2018 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: রবিবাসরীয় ইডেনে মহারণের অপেক্ষায় কলকাতাবাসী। আর এই ম্যাচের জন্য থাকছে অতিরিক্ত মেট্রো, ট্রেন এবং বাসের ব্যবস্থা।

সাধারণত রবিবার ছুটির দিনে রাস্তায় বাসের পরিমাণ অন্যান্য দিনের তুলনায় কমই থাকে। তবে এদিন পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, ম্যাচ শেষের পর ধর্মতলা চত্বর থেকে সরকারি বাস পাওয়া যাবে। চলবে বেসরকারি বাসও। মূলত শিয়ালদহ, হাওড়া এবং এয়ারপোর্টের দিকে যাবে বাসগুলি। এর পাশাপাশি রাত ১১টায় দুটি অতিরিক্ত মেট্রোও চলবে বলে জানিয়েছে মেট্রো রেল। একটি ট্রেন যাবে কবি সুভাষের দিকে এবং একটি দমদমের দিকে। এসপ্লানেড স্টেশন থেকে মেট্রো ছাড়বে। সেখান থেকেই উঠতে হবে যাত্রীদের। অন্য কোনও স্টেশন থেকে তাঁরা উঠতে পারবেন না। যাত্রীদের নামানোর জন্য শুধু অন্য স্টেশনে দাঁড়াবে ট্রেন।বাস ও মেট্রোর পাশাপাশি হাওড়া থেকে একটি বর্ধমান যাওয়ার জন্য চলবে একটি অতিরিক্ত ট্রেনও। রেল সূত্রে খবর, রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ডানকুনি হয়ে কর্ড লাইন দিয়ে বর্ধমান পৌঁছবে ট্রেনটি। ইডেনে ম্যাচ দেখতে আসা দর্শকদের যাতে বাড়ি ফিরতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই ব্যবস্থা। এদিকে, কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ইডেন চত্বরকে। দিওয়ালির প্রাক্কালে ম্যাচ। তাই নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন।

Advertisement

[প্রীতি জিন্টার পাঞ্জাবের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন শেহওয়াগ]

ইডেনে আজ রোহিত ম্যাজিক দেখার অপেক্ষায় শহরবাসী। তাঁর নেতৃত্বেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। পাশাপাশি টি-টোয়েন্টিতে নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে হিটম্যান। আর ১৭ রান করতে পারলেই কুড়ি-বিশের ক্রিকেটে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তিনি। টপকে যাবেন বিরাট কোহলিকেও। তবে উৎসবের মরশুমে অন্যান্যবারের থেকে ইডেনে এবার টিকিটের চাহিদা কম। অনেকেই শহরের বাইরে। তাই টিকিট কাটার সেই চেনা ছবিটা এবার ধরা পড়েনি ময়দানে। তবে যাঁরা যাবেন, তাঁদের আশা ওয়ানডে-র পর টি-টোয়েন্টি সিরিজও পকেটে পুরবে টিম ইন্ডিয়া। আর তার শুভ সূচনা হবে রোহিতের পছন্দের স্টেডিয়ামেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement