সুব্রত বিশ্বাস: পুজোর মরশুমে ভিড় এড়াতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Rail)। এবার শিয়ালদহ-নিউ জলপাইগুড়ির (Sealdah-NJP)পর্যন্ত চলবে আরও বেশি সাপ্তাহিক ট্রেন। প্রতি বৃহস্পতিবার রাত ১১.৫০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে এনজেপি পৌঁছবে পরের দিন সকাল ১০.১০ মিনিটে। সেখান থেকে দুপুর ১২টায় ফের ছাড়বে শিয়ালদহের উদ্দেশে।
বিশেষ ট্রেনগুলি ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বরের মধ্যে চলবে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পর্যন্ত। ৫ সেপ্টেম্বর থেকে টিকিট বুকিং শুরু হবে। হাওড়া-রক্সৌল ও শিয়ালদহ-গোরক্ষপুরের মাঝে আরও বেশ কয়েকটি সাপ্তাহিক বিশেষ ট্রেন (Special Trains) চালাবে পূর্ব রেল। ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর হাওড়া (Howrah) থেকে রক্সৌলের (Raxaul)মধ্যে একটি ট্রেন চলবে। প্রতি শনিবারে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ১১.৫৫ মিনিটে। পরের দিন বিকেল পৌনে চারটের সময় রক্সৌল থেকে ছাড়বে ট্রেনটি। শিয়ালদহ-গোরক্ষপুরের মাঝে ট্রেনটি চলবে ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রতি রবিবার শিয়ালদহ থেকে রাত ১১.০৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। পরের দিন রাত ৭.০৫ মিনিটে গোরক্ষপুর থেকে রওনা দেবে।
উৎসবের মরশুমে এতগুলি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। এমনিতেই অক্টোবর নাগাদ দুর্গাপুজোর (Durga Puja)সময় ঘুরতে যাওয়ার চাপ থাকে ভ্রমণপ্রেমীদের। সকলেই ট্রেনের টিকিট পাওয়ার জন্য হাপিত্যেশ করেন। যে সব রুটে যাত্রীদের যাতায়াত বেশি থাকে, টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, ওইসব রুটেই বাড়তি ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল। সেক্ষেত্রে এতগুলি শাখায় বাড়তি ট্রেন চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে রেল, তাতে টিকিটের সংকট অনেকটাই কমবে বলে আশাবাদী যাত্রীরা।
আসলে, আয় বাড়াতে এমনিতেই নানা উপায় অবলম্বন করছে রেল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে এবছর পুজোয় বাড়তি ট্রেন চলবে বলে মনে করা হচ্ছে। তাতে যেমন যাত্রীদের সুবিধা, তেমনই বাড়তি টিকিট বিক্রির মাধ্যমে আয় বাড়বে। ফলে শারদোৎসবকে কেন্দ্র করে রেলের কোষাগারও ফুলেফেঁপে উঠবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.