সুব্রত বিশ্বাস: দুর্গাপুজো (Durga Puja) মানে পথেঘাটে বাড়তি ভিড়। গণপরিবহণগুলিতেও যাত্রীদের বিশাল চাপ। আর উৎসবের দিনগুলোয় বেশি রাত পর্যন্ত মানুষজনের বাইরে ঘোরাফেরা স্বাভাবিক। হয় গভীর রাত, নয়তো ভোরের দিকে বাড়ি ফেরা। আর এই সময়ে রাস্তাঘাটে বাস, ট্রেন, অটো, ট্যাক্সি পেতে রীতিমতো বড়সড় সমস্যায় পড়তে হয় তাঁদের। এই অবস্থায় উৎসবপ্রেমী মানুষের যাতায়াতের সুবিধার্থে হাওড়া (Howrah) ডিভিশনে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)। বৃহস্পতিবার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২১ তারিখ থেকে অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই বাড়তি ট্রেন চলবে ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান লাইনে।
একঝলকে দেখে নিন কবে থেকে এবং কোথা থেকে পাবেন বাড়তি ট্রেন –
দশমীর পর লক্ষ্মীপুজো এবং কালীপুজোর দিনও বাড়তি ট্রেন পাওয়া যাবে হাওড়া ডিভিশনে। যাত্রীদের ভিড়ের কথা ভেবে তাঁদের সুবিধার জন্য উৎসবের দিনগুলোয় এই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.