Advertisement
Advertisement

Breaking News

WB Assembly

শুক্রে বিধানসভায় বিশেষ অধিবেশন, কাটবে সায়ন্তিকা-রেয়াতের শপথ জট?

সদ্য জয়ী দুই বিধায়কের শপথ জট কাটার সম্ভাবনা নিয়ে শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ অধিবেশনের কথা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে, এদিনও বিধানসভায় ধরনায় বসেন সায়ন্তিকা ও রেয়াত। 

Special session of WB assembly on Friday, oath ceremony likely to take place
Published by: Sayani Sen
  • Posted:July 4, 2024 3:06 pm
  • Updated:July 4, 2024 4:21 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সদ্য জয়ী দুই বিধায়কের শপথ জট কাটার সম্ভাবনা নিয়ে শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ অধিবেশনের কথা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিশেষ অধিবেশনের জন্য জেলাশাসকদের মারফত বিধায়কদের সঙ্গে যোগাযোগ করছে বিধানসভা। স্বল্প সময়ে  অধিবেশন ডাকার কারণেই এভাবে বিধায়কদের অধিবেশনে আসার কথা জানানো হচ্ছে। সেক্ষেত্রে সমস্ত জেলাশাসককে সরকারি তরফেই জানানো হচ্ছে। জেলাশাসকের দপ্তর থেকে শাসক-বিরোধী সব বিধায়ককে এই বার্তা পাঠানো হচ্ছে। 

ওইদিন বিএ কমিটির বৈঠক হওয়ার কথা। শপথ জট নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে। স্ট্যান্ডিং কমিটির মেয়াদ বৃদ্ধি নিয়ে বিশেষ অধিবেশনে আলোচনা হবে। তবে কি আগামিকালই কাটতে চলেছে সায়ন্তিকা-রেয়াতের শপথ জট, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। এদিকে, শপথ জট এখনও না কাটায় বৃহস্পতিবারও বিধানসভায় ধরনায় বসেন সায়ন্তিকা ও রেয়াত। 

Advertisement

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার বেলা ১২টায় বিএ কমিটির বৈঠক। অধিবেশনের শুরুতে শপথ নেওয়ার রীতি রয়েছে। তবে শপথের বিষয়ে বৃহস্পতিবার কিছু বলতে রাজি হননি বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিএ কমিটির বৈঠকে আলোচনা করে এই সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা। শপথ জট নিয়ে উষ্মাপ্রকাশ করতে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।ওই মন্তব্যের প্রতিবাদে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার জানান, “রাজ্যপাল মামলা করেছেন জানি শুধু। আইন অনুযায়ী সংবিধান মেনে সমস্যার সমাধান হবে। রাজ্য বিধানসভা রাজ্যপালের কাছে অসহায় নয়। আমাদের নিয়ম আছে, সে হিসাবেই কাজ হবে। বিএ কমিটিতে যাঁরা আছেন, তাঁদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisement

[আরও পড়ুন: আড়িয়াদহ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, গ্রেপ্তারি না আত্মসমর্পণ, প্রশ্ন বিরোধীদের]

গত ৪ জুন, লোকসভার পাশাপাশি রাজ্যের ২ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলপ্রকাশ হয়। বরানগর কেন্দ্রে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার। মাসখানেক কেটে গেলেও শপথ জট অব্যাহত। আর তা কেন্দ্র করে বিধানসভা ও রাজ্যপাল নজিরবিহীন সংঘাতের সাক্ষী বাংলা। রাজভবনের তরফে সায়ন্তিকা এবং রেয়াতকে চিঠি পাঠানো হয় বলেই খবর। যদিও রেয়াত সেই চিঠি পাননি বলেই দাবি করেন। রাজভবনে গিয়ে শপথবাক্য পাঠে আপত্তি জানান সায়ন্তিকা। পরিবর্তে রাজ্য বিধানসভায় শপথ গ্রহণের আবেদন জানিয়ে একের পর এক চিঠি পাঠান সদ্য জয়ী তারকা বিধায়ক। বার বার রাজ্যপালকে রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করানোর অনুরোধ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে ফলাফল প্রকাশের মাসপূর্তির পরেও শপথ জট কাটেনি। 

[আরও পড়ুন: মোদির সঙ্গে সাক্ষাৎ বিশ্বজয়ীদের, রোহিতদের কী বললেন প্রধানমন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ