Advertisement
Advertisement
College Square puja committee

৩৫ লক্ষের আলোয় ফুটে উঠবে দুর্গার আবির্ভাবের কাহিনি, কলেজ স্কোয়ারে বিশেষ চমক

এবার কোন থিমে সাজবে মণ্ডপ?

Special lighting is main target of College Square puja committee
Published by: Sayani Sen
  • Posted:July 26, 2024 9:34 pm
  • Updated:September 1, 2024 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। আমজনতার নজর কাড়তে কোন থিমে সাজানো হবে মণ্ডপ, তার নীল নকশা তৈরি হয়ে গিয়েছে। মণ্ডপ তৈরির কাজও এগোচ্ছে। পিছিয়ে নেই কলেজ স্কোয়ারের দুর্গাপুজো কমিটিও। আলোকসজ্জাই বরাবর এই পুজোর মূল ইউএসপি। সেই ধারাকে বজায় রেখে দর্শনার্থীদের চমক দিতে নয়া পরিকল্পনা পুজো কমিটির।

এবার কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ সেজে উঠবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের ধাঁচে। তবে বরাবরের মতো বিশেষ চমক থাকছে আলোকসজ্জায়। এবার পুজোয় জলের উপর আলো দিয়ে বিশেষ কারিকুরি করা হবে। আলোর মাধ্যমে জলের উপরেই ফুটে উঠবে দুর্গার আবির্ভাবের কাহিনি। মুম্বই থেকে আসা বিশেষ টিম পুরো আলোকসজ্জার দায়িত্বে। খরচ পড়বে প্রায় ৩৫ লক্ষ টাকা। ৭৭ তম বর্ষে এই আলোর কারসাজিতে দর্শনার্থীদের চোখ ধাঁধাতে বাধ্য বলেই আশা পুজো উদ্যোক্তাদের।

Advertisement

[আরও পড়ুন: কাজের টোপ দিয়ে ডেকে মধুচক্রে ব্যবহার! ১০ হাজার টাকায় ‘বিক্রি’ নাবালিকা]

প্রতি বছর চতুর্থী থেকে দর্শনার্থীদের ঢল নামে কলেজ স্কোয়ারে। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের বহু দর্শনার্থী ভিড় জমান মণ্ডপে। শুধু তাই নয়, বিদেশ থেকেও কলেজ স্কোয়ারে বহু মানুষ আসেন। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা বিকাশ মজুমদার মনে করছেন, ৭৭ তম বর্ষে আলোকসজ্জা দেখতে দর্শনার্থী সংখ্যা একলাফে বাড়বে অনেকখানি। আলোকসজ্জার মাধ্যমে অন্যান্য পুজো কমিটিকে দশ গোল দেবেন তাঁরা। আলোকসজ্জার পাশাপাশি রয়েছে আরও চমক। পুজো কমিটির সদস্যরা জানান, এবার কলেজ স্কোয়ার পুজো কমিটি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পালকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া প্রবীণ রাজনীতিবিদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সংবর্ধনা দেওয়া হবে।

[আরও পড়ুন: কলকাতার ৩ মেট্রো স্টেশনে থাকবে না টিকিট কাউন্টার! কেন জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement