Advertisement
Advertisement

এই টুপি পরলেই দুর্ঘটনা এড়াবেন চালকরা

‘কগনিটিভ ফেইলিওর ডিটেকশন ইন ড্রাইভিং৷’ নামটি খটোমটো৷ তবে নয়া এই আবিষ্কার বদলে দেবে রোজকার দুঃসংবাদ৷

Special cap for drivers to avoid accidents
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 11:08 am
  • Updated:June 2, 2016 11:08 am  

অভিরূপ দাস: মাঝরাত৷ পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছে বাস৷ গভীর ঘুমে যাত্রীরা৷ চোখ লেগে এসেছে চালকেরও৷ সামান্য ভুলে যাত্রীবোঝাই বাস পড়েই যাচ্ছিল অতলে৷ তবে সে যাত্রায় তাদের প্রাণ বাঁচিয়ে দিল অ্যালার্ম৷ গাড়ির বনেটের কিম্ভুত জিনিসটায় হাত ঠেকালেন চালক৷ ভাগ্যিস পরেছিলেন টুপিটা৷

কিসের এই টুপি? কেমন করে বাসটিকে বাঁচাল দুর্ঘটনার হাত থেকে?  যাদবপুরের গবেষক অমিত কোনার বলছেন এর সৌজন্যে  ‘কগনিটিভ ফেইলিওর ডিটেকশন ইন ড্রাইভিং৷’ নামটি খটোমটো৷ তবে নয়া এই আবিষ্কার বদলে দেবে রোজকার দুঃসংবাদ৷ চালকের মাথায় থাকবে বিশেষ এই টুপি৷ যার ভেতরে বোতামের মতো অংশগুলি মস্তিষ্ক থেকে সিগনাল নেবে৷ সেই সিগনাল যাবে অ্যালার্ম বক্সে৷ তন্দ্রায় চোখ লেগে এলে, কিংবা চালক অন্যমনস্ক হলেই ঝনঝন করে বাজবে অ্যালার্ম৷

Advertisement

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর,  রাজপথে বছরে চারহাজারের উপর দুর্ঘটনা ঘটে৷ যার বেশিরভাগ সামান্য ভুলের জন্য৷ ইন্ডিকেটর জ্বালালে, ঠিক সময়ে ব্রেক কষলে, গতি কমালে এড়ানো যাবে এরকম হাজারও দুর্ঘটনা৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অমিত কোনারের গাইডেন্সে গবেষক অনুরাধা সাহার গবেষণা শুরু হয় এই নিয়েই৷ গাড়ির চালকদের সঙ্গে কথা বলে দেখা গিয়েছে,  মোট তিন ধরনের ভুলেই দুর্ঘটনার বৃহস্পতি তুঙ্গে৷ ভিসুয়াল ফেইলিওর, মোটর প্ল্যানিং অ্যাটেনশন ফেইলিওর, মোটর এক্সিকিউশন ফেইলিওর৷ ঠিকমতো পরিকল্পনা করলে এড়ানো যায় সবক’টিই৷

গাড়ি চালানোর সময় কখন ব্রেক কষতে হবে, লাল সিগনালে কখন দাঁড়াতে হবে, কখন গতি বাড়াতে হবে, সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক৷ মাথার তিনটি অংশ থেকে বার্তা গেলে তবেই কাজ করে হাত-পা৷ অক্সিপিটাল রিজিয়ন, প্যারাইটাল রিজিয়ন, মোটর কর্টেক্স রিজিয়ন৷ চাপ পড়ে ব্রেকে, এক্সিলেটরের সামান্য চাপে বেড়ে যায় গতি৷ অমিত কোনারের কথায়, “অনেক সময় আমরা অন্যমনস্ক থাকি৷ সেক্ষেত্রে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করবে এই যন্ত্র৷”  রাতের ট্রাকচালকদের ক্ষেত্রে প্রায়শই এরকম ‘সিলি মিসটেক’ হয়৷ ট্রাকচালকরাও অনেক সময় মাদকাচ্ছন্ন থাকেন৷ সেক্ষেত্রে সম্বিত ফেরাতে পারে অ্যালার্মের আওয়াজ৷ টুপি মাহাত্যেই এড়ানো যেতে পারে বড় দুর্ঘটনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement