নব্যেন্দু হাজরা: এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষার সময়। অত সকালে কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে পড়ুয়ারা, তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে অভিভাবকদের। তাদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ করল পরিবহণ দপ্তর। এবার মাধ্যমিক স্পেশাল বাস চালাবে দপ্তর। সকাল পৌনে ৮টা থেকে মিলবে এই বাস।
এবার এগিয়ে এসেছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়। বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে সমস্যা না হয়, সে কারণে পরীক্ষার দিনগুলোয় বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, শহর কলকাতার মোট ১৫টি রুটে মাধ্যমিক স্পেশ্যাল বাস চালানো হবে। এর মধ্যে কোনও রুটে ২টি আবার কোনও রুটে একটি বাস চলবে। যে সমস্ত রুটে ২টি করে বাস চলবে, সেখানে প্রথম বাসটি মিলবে সকাল পৌনে ৮টায়। পরেরটা ডিপো থেকে ছাড়বে ৮টা ১৫ মিনিটে। আর যে রুটে একটি বাস চলবে, সেখানে ডিপো থেকে বাসটি ছাড়বে সকাল ৮টায়। পরীক্ষা শেষে ফেরার সময় দুপুর সোয়া একটা থেকে পৌনে দুটোর মধ্যে পাওয়া যাবে এই বিশেষ বাস।
বাসের সামনে বড় করে লেখা থাকবে ‘পরীক্ষা স্পেশ্যাল’। এই বাসগুলিতে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীরা চড়তে পারবেন। বাসে জায়গা থাকলে তবেই অভিভাবকদের উঠতে দেওয়া হবে। সমস্যা এড়াতে ডিপোয় দুটি করে নন-এসি বাস দাঁড় করানো থাকবে। শুধু কলকাতা নয়, জেলায়-জেলায়ও থাকছে বিশেষ বাসের ব্যবস্থা। মাধ্যমিক চলাকালীন পরিবহণ দপ্তরের কর্মীদের জরুরি প্রয়োজন ছাড়ে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।
কোন কোন রুটে চলবে বিশেষ বাস?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.