Advertisement
Advertisement

Breaking News

Kolkata

পুজোর কলকাতায় একটুকরো ইংল্যান্ড, ৩০০ ফুট রাস্তাজুড়ে লন্ডনের অর্নামেন্টাল ডিজাইন

এবার রাস্তার বিশেষ আর্ট দেখতে কোথায় ভিড় জমাবেন সাধারণ মানুষ?

Special alpona design on road of Patuli in Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 2, 2023 2:10 pm
  • Updated:September 2, 2023 2:38 pm  

অভিরূপ দাস: অবশেষে লন্ডন হল কলকাতা। ইউনাইটেড কিংডমের বেলফাস্টের রাস্তায় যে স্ট্রিট আর্ট, তাই এবার দক্ষিণ কলকাতার পাটুলিতে।

একদিকে ভাসমান বাজার। অন‌্যদিকে মিনি দক্ষিনেশ্বর। তার সঙ্গে একের পর এক স্থাপত‌্য। সৌন্দর্যায়নে নজির আগেই তৈরি করেছিল দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের পাটুলি। এবার তাদের মুকুটে নতুন পালক ইউনাইটেড কিংডমের বেলফাস্টের স্ট্রিট আর্ট। ইংল‌্যান্ডের এই শহরে স্রেফ রঙিন বাহারি রাস্তা দেখতেই ফি বছর ভীড় জমান অসংখ‌্য পর্যটক। পাটুলি এলাকার কাউন্সিলর বাপ্পাদিত‌্য দাশগুপ্ত জানিয়েছেন, রাস্তা দেখার ভিড় দেখা যাবে এবার এ শহরেও।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, প্রাণহানির কারণ সেরিব্রাল অ্যাটাক, দাবি পুরসভার]

পাটুলিতে একটুকরো ইংল‌্যান্ড ফুটিয়ে তুলেছেন শিল্পী গুরুপদ বাছার। ২০০৪ সালে বাংলার রাজ‌্যপাল বীরেন জে শাহের পোট্রেট এঁকে যিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। এতটাই জীবন্ত ছিল তা, চোখ ধাঁধিয়ে গিয়েছিল তৎকালীন রাজ‌্যপালেরও। ২০০৪ সালে রাজ‌্যপালকে নিজের হাতে সে পোট্রেট উপহার দিয়েছিলেন গুরুপদ। তবে চিন্তা একটাই। শ্রাবণ চলে গেলেও শেষ হয়নি বৃষ্টি। তবে শিল্পী জানাচ্ছেন, যতই বৃষ্টি হোক। রাস্তা সাজানোর এই ‘ওয়েদার কোট’ রং উঠবে না কিছুতেই।

শিল্পী গুরুপদ একসময় সিনেমার পোস্টার আঁকতেন। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার হাতে আঁকা পোস্টার বিলুপ্ত হয়েছে। এখন সব ডিজিটাল প্রিন্ট। অন‌্য শিল্পের দিকে ঝুঁকেছেন গুরুপদ। তিনি একা নন, তাঁর ছেলে পার্থপ্রতিম বাছার গভর্নমেন্ট আর্ট কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। মেয়ে প্রতিমা বাছার ইন্ডিয়ান আর্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনজন মিলেই নতুন রূপ দিয়েছেন সাধারণ রাস্তাকে। কাউন্সিলর বাপ্পাদিত‌্য দাশগুপ্ত জানিয়েছেন, পুজোর আগে শহরে স্ট্রিট আর্ট করার ইচ্ছে ছিল। সে ইচ্ছে থেকেই ডানা মেলেছে এই ভাবনা। ইতিমধ্যেই বারো ফুট চওড়া ৩০০ ফুট লম্বা রাস্তা সেজে উঠেছে রঙের ছোঁয়ায়। শিল্পী বলছেন, চোখ ধাঁধিয়ে যাবে এ রাস্তা দেখলে। মূলত চারটে রং ব‌্যবহার করা হয়েছে এই স্ট্রিট আর্টে। টেরাকোটা, সবুজ, কালো আর সাদা। চারটে রং মিশিয়ে তৈরি হয়েছে রাস্তাজুড়ে অর্নামেন্টাল ডিজাইন। শহরের রাস্তা মানেই কালোপিচ। দু’পাশে আলো। বাপ্পাদিত‌্য দাশগুপ্ত জানিয়েছেন, এবার স্রেফ রাস্তা দেখতে ভিড় জমবে দক্ষিণ শহরতলীর পাটুলিতে।

[আরও পড়ুন: ‘প্রত্যেক মরশুমে সঙ্গী বদলে ফেললে…’, লিভ ইন সম্পর্ককে তোপ এলাহাবাদ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement