Advertisement
Advertisement

রত্না মানসিকভাবে অসুস্থ, বিতর্কের মধ্যেই মুখ খুললেন বৈশাখি

মায়াকান্না কাঁদছেন বৈশাখি, পালটা রত্নার।

Sovon's friend Baisakhi deny allegation
Published by: Sayani Sen
  • Posted:November 22, 2018 7:43 pm
  • Updated:November 22, 2018 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ নিয়েই ঝড় বইছে রাজ্য রাজনীতিতে৷ আর এই ঝড়ের মাঝে বারবার উঠে আসছে বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের নাম৷ সমালোচনা, অভিযোগ যত যাই হোক না কেন ‘বিপদের বন্ধু’-র পাশে শোভন৷ রত্নার অভিযোগের উত্তর দিতে এবার নিজেই মুখ খুললেন বৈশাখি৷ রত্না মানসিকভাবে অসুস্থ বলেও কটাক্ষ করলেন তিনি৷

[দলের প্রয়োজনে কাউন্সিলর পদও ছাড়তে রাজি, ইস্তফার পর জানালেন শোভন]

বহুদিন আগেই শোভন-রত্নার মাঝে এসে পড়েছিলেন বৈশাখি৷ অন্তত শোভন ঘরনির দাবি ছিল এমনটাই৷ তাঁর অভিযোগ, দু-দশকের বেশি সময়ের দাম্পত্য সম্পর্কে নাকি চিড় ধরিয়েছিলেন বৈশাখি৷ রত্নার দাবি, নতুন বান্ধবীর জন্যই স্ত্রী, ছেলেমেয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে শোভনের৷ শুধু তাই নয় বৈশাখির সঙ্গে সম্পর্ককে নাকি ভাল চোখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও, দাবি রত্নার৷ তাই ‘স্নেহধন্য’ শোভন দলে হয়ে গিয়েছিলেন কোণঠাসা৷ এই পরিস্থিতিতে মন্ত্রিত্ব, মেয়র পদ থেকে অব্যাহতি নিতে হয়েছে শোভনকে৷ রত্নার দাবি, এই গোটা পরিস্থিতির জন্য একমাত্র দায়ী বৈশাখি৷

Advertisement

[শোভনকে আইনি নোটিস রত্নার, সাতদিনের মধ্যে জবাব তলব]

রত্নার পাশে দাঁড়িয়ে এই অভিযোগের জবাবে আগেই সুর চড়িয়েছিলেন শোভন৷ রত্নার দাবি সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেছিলেন তিনি৷ এবার স্বপক্ষে সুর চড়িয়ে সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন বৈশাখি নিজেই৷ রত্না মানসিকভাবে অসুস্থ, দাবি তাঁর৷ রত্না-শোভনের দাম্পত্য সম্পর্কের অবনতির নেপথ্যে পারিবারিক বন্ধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন বৈশাখি৷ তাঁর দাবি, ভাইয়ের মতো বলে দাবি করলেও রত্নার সঙ্গে অভিজিতের সম্পর্ক অন্যরকম৷ ২০০৫-০৬ সাল থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে৷ ইডি মামলায় যখন জেরবার শোভন, তখনই নাকি রত্না-অভিজিতের ঘনিষ্ঠতা বাড়ে বলেও দাবি বৈশাখির৷ অভিজিতের জন্যই শোভন-রত্নার দাম্পত্য অশান্তির জল আদালত পর্যন্ত গড়ায় বলেও দাবি তাঁর৷

[বৈশাখীকে খুনের চেষ্টা করেছিলেন রত্না, বিস্ফোরক অভিযোগ শোভনের]

শোভন আগেই অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রী নাকি বৈশাখি এবং তাঁর মেয়েকে খুনের চেষ্টা করেছে৷ একই অভিযোগ করেন বৈশাখিও৷ রত্না এবং অভিজিতের যৌথ সংস্থার নামে প্রচুর সম্পত্তির উৎস কী, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি৷এদিকে, পালটা বৈশাখিকে আক্রমণ শানিয়েছেন রত্নাও। মায়াকান্না কাঁদছেন বিদায়ী মেয়রের বান্ধবী, পালটা কটাক্ষ রত্নার। অভিজিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিহবাহ-বহির্ভূত সম্পর্কের যে অভিযোগ উঠছিল তাও খারিজ করেছেন মেয়র-পত্নী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement