Advertisement
Advertisement

Breaking News

Baishakhi Banerjee

রাঙিয়ে দিয়ে যাও…, শোভন-বৈশাখীর জীবনে বসন্ত, চুমুক ঠান্ডাইয়েও, দেখুন ছবি

একে অপরের গালে রং লাগিয়ে দোল সেলিব্রেট করলেন তাঁরা।

Sovon Chatterjee and Baishakhi Banerjee celebrating Holi at home | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 7, 2023 6:22 pm
  • Updated:March 7, 2023 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্ত এসে গেছে…। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জীবনেও। রঙের উৎসবে রঙিন হয়ে উঠেছেন তাঁরা। একে অপরের গালে রং লাগিয়ে দোল সেলিব্রেট করলেন তাঁরা।

baishakhi-sovon.jpg1

Advertisement

দুর্গাপুজোয় একে অপরের হাতে-হাত ধরে নেচে উঠেছিলেন শোভন ও বৈশাখী। দশমীতে আবার প্রাক্তন অধ্যাপিকা বৈশাখীর সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেন কলকাতার প্রাক্তন মেয়র। যা নিয়ে তখন প্রচুর আলোচনা হয়েছিল। রাজনীতির মঞ্চেও কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছেন।

baishakhi-sovon.jpg2

আবার ‘জেলবন্দি’ শোভনের দুর্দিনেও পাশে ছিলেন প্রকৃত সঙ্গী হয়ে। অর্থাৎ জীবনের সমস্ত চড়াই-উতরাইয়ে পরস্পরের পাশে থেকেছেন তাঁরা। নানা প্রতিকূলতা কাটিয়ে আপাতত তাঁদের জীবনে এখন বসন্ত। দোলের দিনের ছবিগুলো অন্তত যেন সে কথাই বলে দিচ্ছে।

[আরও পড়ুন: চিন সীমান্তে চিনা মোবাইল ব্যবহার নয়! সেনাবাহিনীকে সতর্কবার্তা গোয়েন্দারাদের]

baishakhi-sovon.jpg3

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী। ছবিতে শোভন ও বৈশাখী কখনও একে অপরের গাল রাঙিয়ে দিচ্ছেন লাল রংয়ে, তো কখনও পরস্পরকে ঠান্ডাই খাইয়ে দিচ্ছেন। তাঁদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠে বৈশাখীকন্যা মেহুলও। সব মিলিয়ে দক্ষিণ কলকাতায় শোভন-বৈশাখীর বাড়িতে এদিন উৎসবের আমেজ।

baishakhi-sovon.jpg5

উল্লেখ্য, সম্প্রতি অধ্যাপিকা বৈশাখীর (Baishakhi Banerjee) সিঁদুর পরা নিয়ে তোপ দেগেছিলেন শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়। তিনিই বৈশাখীকে সিঁদুর পরার অধিকার দিয়েছেন। সেই সঙ্গে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তাঁর আক্রমণ, বৈশাখীর সিঁদুর পরা নিয়ে প্রশ্ন তোলার কোনও অধিকার তাঁর নেই।

baishakhi-sovon.jpg4

সম্পর্কে আইনি জটিলতা থাকলেও জীবনের প্রতিটা মুহূর্ত প্রাণ খুলেই উপভোগ করতে বিশ্বাসী শোভন-বৈশাখী।

baishakhi-sovon.jpg6

[আরও পড়ুন: হোলি খেলার সময় বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়াদের উপর হামলা পাকিস্তানে, আক্রান্ত ১৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement