Advertisement
Advertisement

বলিউডে পাড়ি শহরের অরিজিৎকণ্ঠী নিরাপত্তারক্ষীর

ওয়াচম্যান থেকে বলিউড প্লে-ব্যাক সিঙ্গার হয়ে ওঠার গল্প শৌভিকের কাছে স্বপ্নের মতো৷

Souvik will sing for Jeet Ganguly in Akshay Kuman’s next
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 3:43 pm
  • Updated:December 26, 2016 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ বন্ধ করে তাঁর গান শুনলে বোঝার উপায় নেই কে গাইছেন! অনেকেই ভুল করে বলে ফেলেছেন, এ তো অরিজিৎ সিং৷ গান অবশ্যই অরিজিতেরই৷ তবে কণ্ঠটি ছিল কলকাতার এক নিরাপত্তারক্ষীর৷ এই ক’দিন আগে তাঁর নামও কেউ জানতেন না৷ শুধু নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া তাঁর গানের ভিডিও দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন শহরবাসী৷ তবে শহরের এই গানের ফেরিওয়ালাকে আর বোধহয় কেউ চিনতে ভুল করবেন না৷ কেননা, সুরের প্যাশন বুকে জাগিয়ে রেখেই বলিউডে পাড়ি দিচ্ছেন শৌভিক গঙ্গোপাধ্যায়৷

স্বপ্ন অনেকেই দেখেন৷ কিন্তু স্বপ্নের উড়ান কজনের ক্ষেত্রেই বা সম্পূর্ণ হয়! সেদিক থেকে নিশ্চিতই ব্যতিক্রম শৌভিক৷ গান গাইতে ভালবাসতেন৷ কিন্তু ওই পর্যন্তই৷ গান গেয়ে যে কোথাও পৌঁছানো যাবে এমনটা ভাবেননি কোনওদিন৷ এদিকে রুটিরুজি বড় বালাই! পেটের দায়ে বেছে নিয়েছিলেন নিরাপত্তারক্ষীর কাজ৷ কিন্তু সুরের দুনিয়া যাঁকে ডাক পাঠায়, তিনি সুর ছাড়াই বা থাকবেন কী করে! আর তাই কাজের বিরতিতেই চলত সুরের বৈঠা বাওয়া৷ একদিন তা কানে যায় আদর্শ সিংয়ের৷ যে বিল্ডিংয়ে প্রহরায় ছিলেন শৌভিক, সেখানেই কাজ করতেন আদর্শ৷ শৌভিকের গান শুনে তাঁর ইচ্ছে হয় অন্যকেও সেই গান শোনাতে৷ কিন্তু উপায় কী? হাতে ছিল সোশ্যাল মিডিয়া৷ শৌভিকের গান রেকর্ড করে করে পোস্ট করেন সেখানেই৷ বাকিটা রীতিমতো ম্যাজিক৷ নিমেষে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে শৌভিকের গান৷ তবে ইতিহাস গড়ার তখনও বাকি ছিল৷ রাতারাতি বিখ্যাত মুখ হয়ে ওঠার পাশাপাশি এবার বলিউডেও পাড়ি জমাচ্ছেন শৌভিক৷ সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে অক্ষয় কুমারের ছবি ‘নমস্তে লন্ডন ২’-এ গান গাওয়ার সুযোগ পেলেন তিনি৷ খুশি শৌভিক জানিয়েছেন, “জিৎ গঙ্গোপাধ্যায় গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন৷ তাঁর সঙ্গে থেকেই গান গাইব৷ অরিজিৎ সিংয়ের গান খুবই বিখ্যাত৷ আর তাই ওঁর গাওয়া গানই বেশি গাই৷”

Advertisement

নিরাপত্তারক্ষী থেকে বলিউড প্লে-ব্যাক সিঙ্গার হয়ে ওঠার গল্প শৌভিকের কাছে স্বপ্নের মতো৷ সেই স্বপ্নে ভর করেই নতুন উড়ানে পাড়ি দিচ্ছেন তিনি৷ মুখে আজও সেই আগেকার মতোই হাসি৷ আর সে হাসির পরতে পরতে যেন লেখা, কে বলেছে স্বপ্ন সত্যি হয় না!

কলকাতার এই নিরাপত্তাকর্মীর গানেই এখন মজে গোটা দেশ

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement