Advertisement
Advertisement
rape

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে FIR দলেরই নেত্রীর

এবিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত।

South kolkata's bjp leader accused of rape by a bjp member

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 2, 2020 8:49 pm
  • Updated:July 2, 2020 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: এবার দক্ষিণ কলকাতার বিজেপি (BJP) সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন দলেরই এক নেত্রী। নিগৃহীতা তরুণী বিজেপির টিচার্স সেলের সদস্য। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করে অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় (Somnath Bandyopadhyay)। যদিও এবিষয়ে মুখ খোলেনি অভিযুক্ত বিজেপি নেতা।

ওই তরুণীর কথায়, দীর্ঘদিন আগেই তাঁর স্বামী মারা গিয়েছেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই নিউ আলিপুরের জ্যোতিষ রায় রোডের বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্ক তৈরি করে তাঁর সঙ্গে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত একাধিকবার তরুণীর সঙ্গে সহবাস করে ওই বিজেপি নেতা। ধর্ষণও করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বিভিন্ন সময় তরুণীর থেকে ৫০ হাজার টাকাও নেয় অভিযুক্ত। যা ফেরত চাইতেই হুমকির মুখে পড়তে হয় তরুণীকে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিতেই পুরোপুরি বেঁকে বসে সোমনাথ। এরপরই বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতা।

Advertisement

[আরও পড়ুন: করোনার মধ্যেও পরীক্ষার নোটিস স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, হাই কোর্টের দ্বারস্থ আয়ুর্বেদের পড়ুয়ারা]

এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একাধিকবার ওই বিজেপি নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত দলেওর তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: করোনার সঙ্গে শরীরে নিউমোনিয়ার থাবা, বেসরকারি হাসপাতালে ভরতি নাইসেড অধিকর্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement