ফাইল ছবি।
শিলাজিৎ সরকার: ক্রীড়াজগতের বাইরে বাণিজ্য জগতে পা রেখেছেন আগেই। রাজ্যের শিল্প বিস্তারে তাঁরও অবদান রয়েছে। সেটাই আরও বাড়িয়ে তুলতে আগ্রহী সৌরভ গঙ্গোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা গড়ছেন তিনি। ফেব্রুয়ারির গোড়ায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তাঁর হয়ে সেই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। এবার এক অনুষ্ঠানে সৌরভ নিজেই জানালেন কারখানা সংক্রান্ত খবরাখবর। কবে থেকে শালবনির ইস্পাত কারখানায় শুরু হবে উৎপাদন? কর্মসংস্থানই বা কত হবে? এসব নিয়ে বড়সড় আপডেট দিলেন ‘দাদা’।
শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের মতামত পেশ করার পাশাপাশি শিল্প নিয়েও কথা বলেন তিনি। জানান, ”শালবনিতে আমরা স্টিল প্ল্যান্ট তৈরি করছি। স্টিল প্ল্যান্ট তো দু’মাসে হয় না। ১৮ থেকে ২০ মাসের মধ্যে প্রোডাকশন শুরু হবে। প্রচুর কর্মসংস্থান হবে।”
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ দেখে বিনিয়োগে আগ্রহী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনিতে আগেও তাঁর প্রস্তাবিত ইস্পাত কারখানার কথা হয়েছিল। পরে তার জায়গা নিয়ে একটা সংশয় তৈরি হয়। শালবনি নাকি গড়বেতা – কোথায় হবে সৌরভের ইস্পাত কারখানা? এনিয়ে প্রশ্ন ওঠে। শোনা যায়, শালবনির বদলে গড়বেতাকে বেছে নেওয়া হয়েছে। এরপর গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, সৌরভের কারখানা নিয়ে আইনি জটিলতা রয়েছে বলে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না ‘দাদা’। তবে শালবনির কারখানা নিয়ে সৌরভ নিজেই জানালেন, ১৮ থেকে ২০ মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে। কর্মসংস্থানও হবে ঢের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.