Advertisement
Advertisement

Breaking News

যুব মোর্চার সভাপতি পদ ছাড়লেন সৌমিত্র খাঁ, উসকে গেল দলবদলের জল্পনা

টুইটে সিদ্ধান্ত জানালেন সাংসদ।

Soumitra Khan resigned as the president of BJP Yuva Morcha | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 7, 2021 2:47 pm
  • Updated:July 7, 2021 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি পদ ত্যাগ করলেন সাংসদ সৌমিত্র খাঁ।  সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানিয়েছেন তিনি নিজেই। যদিও পদ ছাড়লেও দলের সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছে সৌমিত্র। তবে বিজেপি সাংসদের এই সিদ্ধান্ত উসকে দিয়েছে দলবদলের জল্পনা।

ভোট পরবর্তী পরিস্থিতিতে একাধিক নেতা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন ভোটের কৌশল নিয়ে। অনেকেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের দুষেছেন। দল ছেড়ে অনেক দাপুটে নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের অনেকেরই দাবি, দলে গুরুত্ব পাচ্ছিলেন না। তবে নেতা-কর্মীদের একত্রিত করে রাখতে মরিয়া বিজেপি। বিভিন্ন এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে বুধবার সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খাঁ জানালেন, যুব মোর্চার সভাপতি পদ ত্যাগের সিদ্ধান্তের কথা। ফেসবুক ও টুইটারে তিনি লেখেন, “আমি আজ থেকে ব্যাক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। তবে বিজেপিতে ছিলাম, আছি, আর আগামীতেও থাকব। ভারত মাতা কি জয়।” 

Advertisement

[আরও পড়ুন: পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চড়ে বিধানসভায় বেচারাম, কেষ্টপুরে রাস্তায় গরুর গাড়ি]

সৌমিত্র খাঁর (Saumitra Khan) এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দলবদলের জল্পনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা ফের তৃণমূলে ফিরে যাবেন সৌমিত্র। যদিও এদিনও বিজেপি সাংসদ সাফ জানিয়েছেন, তিনি বিজেপিতেই রয়েছেন। ওয়াকিবহলের মতে, সৌমিত্র খাঁর এই পদত্যাগের নেপথ্যে রয়েছন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কোনওদিনই দিলীপ-সৌমিত্র সম্পর্ক খুব একটা মধুর নয়। সেই মতানৈক্যের কারণেই হয়তো এই দলত্যাগ। তবে শুধু মাত্র দিলীপ ঘোষ নন, শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌমিত্র খাঁর রয়াসন নিয়েও কানাঘুষো চলছে। উল্লেখ্য, ভোটের আগে আচমকা তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। এরপর রীতিমতো নাটকীয়ভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সাংসদ। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। একাধিকবার সংবাদমাধ্যমের মাধ্যমে স্বামীকে তৃণমূলে ফেরার কথা বলেছিলেন সুজাতা। এবার কি ঘাসফুল শিবিরেই ফিরতে চলেছেন সৌমিত্র? উত্তরের অপেক্ষায় আমজনতা। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement