রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দিনভর টানাপোড়েনের পর ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বুধবার সন্ধেয় নিজেই জানিয়েছেন সিদ্ধান্তের কথা। জানিয়েছেন, বিজেপির নেতা বি.এল সন্তোষের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খাঁ জানান, যুব মোর্চার সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা। ফেসবুক ও টুইটারে তিনি লেখেন, “আমি আজ থেকে ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। তবে বিজেপিতে ছিলাম, আছি, আর আগামীতেও থাকব। ভারত মাতা কি জয়।” এরপরই ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। “বিরোধী দলনেতা নিজেকে বিরাট করে জাহির করছেন, যখন তৃণমূলে ছিলেন তখনও নিজেকে বিশাল কিছু মনে করতেন। মনে হচ্ছে দলে শুধু ওঁরই অবদান রয়েছে। আমাদের কোনও ত্যাগ নেই। নতুন নেতা হঠাৎ করে এসে যেভাবে দিল্লির নেতাদের ভুল বোঝাচ্ছে, তাতে গোটা দল একটা জেলার মধ্যে চলে আসছে।” দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি সৌমিত্র। আক্রমণের জবাবে শুভেন্দু বলেন, “আমি ওসবকে সিরিয়াসলি নিইনি।” এই নিয়ে দিনভর চলে টানাপোড়েন।
এই ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে সন্ধেয় ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানালেন সৌমিত্র খাঁ। অর্থাৎ পুরনো পদেই (বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি) বহাল থাকছেন তিনি। উল্লেখ্য, সৌমিত্র খাঁর পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছিল, তিনি বোধহয় ঘাসফুল শিবিরে ফিরবেন। তবে কয়েকঘণ্টাতেই সেই জল্পনার অবসান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.