Advertisement
Advertisement

‘নোট বাতিলে বিরক্ত’, সম্পর্ক বাড়াতে গিয়ে সৌমিত্রের খোঁচায় বিদ্ধ রাহুল

কী কথা হল তাঁদের?

Soumitra Chatterjee slams demonetization, BJP’s Rahul Sinha left embarrassed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2018 3:45 pm
  • Updated:June 15, 2018 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর লোকসভার অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির৷ দ্বিতীয়বারের জন্য দিল্লির তখত দখল করতে বদ্ধপরিকর মোদি-শাহ জুটি৷ ঠিক সেই লক্ষ্যেই সমগ্র দেশে ‘জন সম্পর্ক যাত্রা’ শুরু করেছে বিজেপি। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমোহিনী প্রকল্পের প্রচার করছেন খোদ দলের শীর্ষ নেতৃত্ব৷ আর এই কর্মসূচি পালনেই শুক্রবার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা৷ তবে কার্যত হতাশ হয়েই ফিরতে হল তাঁকে৷ দু’জনের দেখা হল, কথাও হল৷ তবে নোট বাতিলে খুশি নন, অসুবিধা হয়েছে অনেকের, রাহুলকে এ অভিযোগ জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷

Advertisement

[বোধনের আগেই বিশ্বকাপ জ্বরে কাবু পাহাড় থেকে সমতল, উন্মাদনা তিলোত্তমায়]

মূলত বাম মনোভাবাপন্ন হিসেবেই পরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায়৷ তাঁর বাড়িতে পদ্ম শিবিরের কোনও নেতার পা রাখা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ জানা গিয়েছে, সাক্ষাতের প্রথমেই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন রাহুল সিনহা৷ তারপর কেন্দ্রের মোদি সরকারের প্রকল্প নিয়ে কথা হয় দুজনের মধ্যে। দেশের একটা অংশের কাছে জমে থাকা কালো টাকা উদ্ধারের লক্ষ্যে ডিমনিটাইজেশন বা নোট বাতিল করেছিল মোদি সরকার৷ বাতিল করেছিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ যা প্রবল বিপদের মধ্যে ফেলেছিল সাধারণ মানুষকে৷ সেই সময়ের কথা উল্লেখ করেই রাহুল সিনহার কাছে নিজের সমস্ত অভিযোগ জানান সৌমিত্র চট্টোপাধ্যায়৷ বিরক্ত প্রকাশ করেন নোট বাতিল ইস্যুতে৷

[শহরে গ্রেপ্তার কুখ্যাত মাদক পাচারকারী, উদ্ধার ২ কেজি চরস ]

শেষে কেন্দ্রীয় সরকারের চার বছরের কাজের খতিয়ানের সম্বলিত একটি পুস্তিকা অভিনেতার হাতে তুলে দেন রাহুল সিনহা৷ জানান, ফলপ্রসূ বৈঠক হয়েছে৷ বইটি পড়ে মতামত দেবেন বলেও কথা দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement