ক্ষীরোদ ভট্টাচার্য: প্রশাসনিক অনুমতির তোয়াক্কা না করেই ছাত্র সংসদের নির্বাচন ডেকেছে মেডিক্য়াল কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার সেই নির্বাচনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলও জারি করল তারা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্র সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন চার বিশিষ্ট ব্যক্তি। রিটার্নিং অফিসার হচ্ছেন সুজাত ভদ্র। তাঁর কাছে জমা পড়বে মনোনয়নপত্র। স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন প্রক্রিয়ায় ভারচুয়াল ও ভিডিওগ্রাফির উপর জোর দেওয়া হয়েছে।
এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি। তাঁরা হলেন সুজাত ভদ্র, ড. বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায় ও অম্বিকেশ মহাপাত্র। ভোট দিতে পারবেন ২০১৯ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের পড়ুয়ারা। মনোনয়ন জমা করবেন ইমেলের মাধ্যমে। আজ অর্থাৎ ২০ থেকে ২১ তারিখ সকাল ১০ পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। আগামিকাল চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে।
উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঘেরাও করা হয়েছিল অধ্যক্ষ-সহ একাধিক বিভাগের বিভাগীয় প্রধানদের। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবায় বিঘ্নিত হয়। তা আরও বাড়ে মেডিক্যাল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরি বন্ধ থাকায়। এখানেই সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের আগে রক্ত পরীক্ষা হয়। সে বিভাগ বন্ধ থাকায় ফাঁপড়ে পড়েন একাধিক রোগীর পরিবার। জটিল অপারেশন না করিয়েই ফিরে যেতে হয় অনেককে। আন্দোলনরত ছাত্ররা জানিয়েছেন, কোনওভাবে রোগী পরিষেবা বন্ধ করা আন্দোলনের উদ্দেশ্য ছিল না। এরপর টানা ১১ দিন অনশন করেন ছয় ছাত্র। তারপরেও প্রশাসনের তরফে কোনও সদুত্তর মেলেনি।
অবশেষে সোমবার সাধারণ সভা ডেকে ছাত্ররা ঠিক করে, শহরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নিজেরাই ভোট করাবেন। সেই মতো এদিন এসওপিও জারি করে দিল তারা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.