সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল সনিকা সিং চৌহান মৃত্যু মামলায় স্বস্তিতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ১ মাসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট৷ মডেল-বন্ধুর মৃত্যুতে যাবতীয় আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন বিক্রম৷ কিন্তু তার আগে বিক্রমের আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত৷
[ ছোটপর্দায় আসছে সিরাজের বেগমের গল্প, অপেক্ষায় বাঙালি দর্শক]
২০১৭ সালে ২৯ এপ্রিল রাতে বন্ধু অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়িতে নাইট ক্লাব থেকে ফিরছিলেন মডেল সোনিকা সিং চৌহান৷ মধ্যরাতে রাসবিহারী অ্যাভিনিউতে ঘটে দুর্ঘটনা৷ মারা যান সোনিকা৷ মাথায় আঘাত পান বিক্রমও৷ বেশ কয়েক হাসপাতালে তাঁর চিকিৎসা চলে৷ সুস্থ হওয়ার পর ঘটনার দায় এড়াতে আত্মগোপন করেছিলেন তিনি৷ কিন্তু তাতেও লাভ হয়নি৷ মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর দায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ঘাড়েই চেপেছে৷ গ্রেপ্তার হন তিনি। তিনমাস জেলও খাটেন৷ এখন জামিনে মুক্ত হলেও, বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ মামলা দায়ের করেছে পুলিশ৷ সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রথমে আলিপুর আদালতে আবেদন করেছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ কিন্তু, সেই আবেদন খারিজ হয়ে যায়৷ উলটে তাঁর বিরুদ্ধে চার্জগঠনের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত৷ আগামী ৩ ডিসেম্বর সনিকা সিং চৌহান মৃত্যু মামলায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জগঠন করা হবে৷
এদিকে আলিপুর আদালতে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ বৃহস্পতিবার ছিল শুনানি৷ আপাতত বিক্রমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় উপর ১ মাসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি৷
[ নভেম্বরেই ছোটপর্দায় আসতে চলেছে বঙ্কিমের ‘ইন্দিরা’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.