Advertisement
Advertisement

Breaking News

ক্যাশলেস হওয়ার পাঠ নিচ্ছে সোনাগাছি

সোনাগাছির গলিতে বসে মোবাইলে টাকা নেওয়ার পদ্ধতি শিখতে বাধ্য হচ্ছে যৌনকর্মীরা।

Sonagachi is taking lessons for going cashless
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 11:12 am
  • Updated:January 1, 2017 11:12 am  

দীপঙ্কর মণ্ডল: মোবাইলে আর্থিক লেনদেনের কৌশল শিখতে শুরু করল কলকাতার লালবাতি এলাকা৷ পাঁচশো এবং হাজারের নোট বাতিলের জেরে ব্যবসা প্রায় অর্ধেক কমেছে৷ বাজারে খুচরো সমস্যা৷ পরিস্থিতি সামাল দিতে ‘ক্যাশলেস’ হওয়ার পাঠ নিচ্ছে নিষিদ্ধপল্লি৷

যৌনকর্মীদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউণ্ট নেই৷ নিজেদের তৈরি সমবায় ব্যাঙ্কে টাকা রাখেন কেউ কেউ৷ তবে সেখানে ডেবিট বা ক্রেডিট কার্ড নেই৷ কেন্দ্রীয় সরকারের ঘোষণায় সিঁদুরে মেঘ দেখেছেন বেশিরভাগ যৌনকর্মী৷ কেন্দ্র চাইছে গোটা দেশ ক্যাশলেস হয়ে যাক৷ কার্ড বা মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন হোক৷ গোটা দেশের মতো কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে লালবাতি পাড়ার কোণায় কোণায় আলোচনা চলছে৷ নিষিদ্ধপল্লিতে স্মার্ট ফোনের অভাব নেই৷ ইতিমধ্যে অনেকেই পেটিএম-সহ বিভিন্ন্ অ্যাপস ডাউনলোড করেছেন৷ যাঁরা বিষয়টিতে সড়গড় নন তাঁদের শেখানো হচ্ছে৷ ব্যক্তিগত উদ্যোগেই ক্যাশলেস হওয়ার পাঠ নিচ্ছেন যৌনকর্মীরা৷ সদ্য পেশায় আসা এক কমবয়েসির কথায়, “টিভি এবং খবরের কাগজে ক্যাশলেস ব্যবস্থার বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ সংসদে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, মোবাইল থেকে টাকা লেনদেন হোয়াটসঅ্যাপের মতো সোজা৷ সোনাগাছির গলিতে বসে মোবাইলে টাকা নেওয়ার পদ্ধতি শিখতে বাধ্য হচ্ছি আমরা৷”

Advertisement

যৌনকর্মীদের একটি সর্বভারতীয় সংগঠন জানিয়েছে, মুম্বই এবং দিল্লি কলকাতার তুলনায় এগিয়ে৷ ওই দুই শহরে বহু যৌনকর্মী ইতিমধ্যে ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেণ্ট নিচ্ছেন৷ টাকা নেওয়ার জন্য তাঁরা কার্ড সোয়াপিং মেশিন কিনেছেন৷ অনেকেই পেটিএমের মাধ্যমে খদ্দেরদের থেকে টাকা নিচ্ছেন৷ তবে তার জন্য কোনও ব্যাঙ্কে নিজস্ব অ্যাকাউণ্ট থাকা জরুরি৷ নিষিদ্ধপল্লিতে তাই এখন ব্যাঙ্ক অ্যাকাউণ্ট খোলার হিড়িক পড়েছে৷ যৌনকর্মীদের স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার মহিলা সমন্বয় সমিতির মুখ্য উপদেষ্টা স্মরজিত্‍ জানা এ প্রসঙ্গে জানালেন, “আমাদের বার্ষিক সভায় ক্যাশলেস হওয়ার বিষয়টি আলোচনা করা হবে৷ ব্যক্তিগতভাবে এই পদ্ধতি ব্যবহার শুরু হয়েছে৷ তবে এই পেশায় পুরোপুরি ক্যাশলেস হওয়া সম্ভব নয়৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement