Advertisement
Advertisement

Breaking News

পুজোয় কেনা ছেলের গাড়ি খালে, মৃত্যু বাবার

বাবাকে গাড়ি চাপিয়ে ঘোরানোর পরিণতি যে কত ভয়ংকর হতে চলেছে তা বুঝতে পারেননি অভিষেক৷

son took father for a ride in his new car, father died
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 8:54 am
  • Updated:January 27, 2020 5:27 pm  

স্টাফ রিপোর্টার: মর্মান্তিক! বাগুইআটির অশ্বিনীনগরের কাছে খালের মধ্যে পড়ল সদ্য পুজোয় কেনা ছেলের গাড়ি৷ জলে ডুবে মৃত্যু হল বাবার৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছেলে৷ বুধবার দুপুরে অশ্বিনীনগর কাঠপুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ মৃতের নাম নিশিকান্ত ঝা (৫২)৷ বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে নিশিকান্তবাবুর ছেলে অভিষেক ঝা-এর৷

পুজোর সময়ে নবমীর দিন একটি চার চাকা গাড়ি কিনেছিলেন বাগুইআটির অশ্বিনীনগরের শিবশঙ্করপল্লির বাসিন্দা অভিষেক৷ বুধবার নতুন গাড়িতে করে বাবাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন৷ বাবাকে গাড়ি চাপিয়ে ঘোরানোর পরিণতি যে কত ভয়ংকর হতে চলেছে তা বুঝতে পারেননি অভিষেক৷ দুপুর সওয়া দু’টো নাগাদ গাড়ি চালিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তিনি তখনই অশ্বিনীনগর কাঠপুলের কাছেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি৷ কাঠপুলের কাছে রাস্তা সরু ছিল৷ সেখানে গাড়িটি ঘোরাতে যান অভিষেক৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে চলে যায় খালের মধ্যে৷ খালটি বাগজোলা খালের সংযোগকারী বিবি ওয়ান ক্যানেল বলে পরিচিত৷ খালের জল যথেষ্ট গভীর ছিল৷ গাড়িটি ক্রমশ জলের মধ্যে ডুবতে থাকে৷

Advertisement

ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ প্রথমে স্থানীয়রাই খালের জলে নেমে উদ্ধারকাজে হাত লাগান৷ গাড়িটির দরজা খুলে নিশিকান্তবাবু ও তাঁর ছেলে অভিষেককে কোনওরকমে বের করেন এলাকার লোকজন৷ তাঁদের বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা নিশিকান্তবাবুকে মৃত বলে ঘোষণা করেন৷ জলে ডুবে শ্বাস বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অভিষেকের৷ নিশিকান্ত কলকাতার একটি বেসরকারি স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন৷ শোকস্তব্ধ অশ্বিনীনগরের শিবশঙ্করপল্লি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement