ফাইল ছবি।
অর্ণব আইচ: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তাঁরই জামাই কল্য়াণময় ভট্টাচার্য। সূত্রের খবর, আগেই ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন তিনি। ইতিমধ্যেই তা মঞ্জুর হয়েছে। জানা যাচ্ছে, নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানিয়েছেন কল্যাণময়।
শিক্ষক নিয়োগে দুর্নীতিয়ে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে ইডি। এরপর পিংলার একটি বেরসকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থর মেয়ে-জামাই। তাঁদের নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া যায়। ইডির দাবি ছিল, মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। ওই সংস্থাগুলির মাধ্যমে কীভাবে কালো টাকা সাদা হয়েছে, তাও তিনিই জানেন। সেই কারণে একাধিকবার তাঁকে তলবও করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জেরার মুখে পড়েন তিনি। অর্থাৎ শ্বশুরমশাইয়ের পরামর্শ মেনে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন কল্যাণময়। হেনস্তা হতে হয় তাঁকে। বিদেশ ফেরার ক্ষেত্রেও জারি করা হয় নিষেধাজ্ঞা। আদালত সাফ জানায়, কোর্টের নির্দেশ ছাড়া কলকাতা ছাড়তে পারবেন না কল্যাণময়।
শোনা যাচ্ছে, এসবের মাঝেই ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান কল্য়াণময় ভট্টাচার্য। পাশাপাশি নিজের অপরাধ মাফ করে দেওয়ার আবেদনও করেন তিনি। সম্প্রতি রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। গোপনে কল্যাণময়ের জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছে কোর্ট। ফলে যে জামাইকে হাতিয়ার করে দুর্নীতির ডালপালা বিস্তার করতে চেয়েছিলেন পার্থ, সেই কল্যাণময়ই বর্তমানে তাঁর সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়ালেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.