সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা কেলেঙ্কারির তদন্তে ইডি’র তলবে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলছে জেরা। জিজ্ঞাসাবাদ পর্বের মাঝে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে মাথাচাড়া দিয়েছে জল্পনা। তিনি বলেন, “নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে।” কেন একথা বললেন তিনি, তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল। এহেন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতিকে পালটা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “দেখুন কোনও বোঝাপড়া নেই তা তো আমরা আগেই বলেছি। সেটা প্রমাণিতও হয়েছে। দিদি ঘুরে আসার পর পার্থ জেলে গিয়েছেন। কেষ্টও জেলে গিয়েছেন। জেলে আছেন। বোঝাপড়া থাকলে এই সমস্ত লোকেরা জেলে যেত? আগামি দিনেও আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেও বড় কিছু ঘটতে পারে। আপনারা লক্ষ্য রাখুন।”
এদিকে, ইডি’র তলবে শুক্রবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা কেলেঙ্কারি তদন্তের অগ্রগতিতে তাঁকে একাধিক প্রশ্ন করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। সূত্রের খবর, বেশিরভাগ প্রশ্নের জবাব দিচ্ছেন না অভিষেক। ‘জানা নেই’ বলেই জানিয়েছেন তিনি। একটানা জিজ্ঞাসাবাদের মাঝে দুপুরের খাওয়াদাওয়ার জন্য অল্প সময়ের বিরতিও দেওয়া হয় অভিষেককে। এই জেরার মাঝে সুকান্তর মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা মাথাছাড়া দিয়েছে। তবে কী কয়লা কিংবা গরু পাচার মামলায় ফের কোনও বড়সড় অগ্রগতি ঘটতে চলেছে, উঠছে প্রশ্ন।
ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জন্য সুকান্তকে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “আগে থেকে বিজেপি নেতারা বলে দিচ্ছে এই হবে সেই হবে এর কাছে ইডি যাবে। এর কোনও আইনি প্রাসঙ্গিকতা নেই। ২০২১ থেকেই হচ্ছে। বিজেপি নেতাদের কথা শুনে বোঝা যাচ্ছে তাঁরা সব জানেন বা তাঁরাই বলে দিচ্ছেন কী করতে হবে। সুকান্ত মজুমদার বা ব্যর্থ বিজেপি সিবিআই, ইডি চালাচ্ছে। এটা ওই এজেন্সির পক্ষে ক্ষতিকারক।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.