Advertisement
Advertisement

Breaking News

উনিশের লক্ষ্যে অপসারিত অধীর, নয়া প্রদেশ সভাপতি সোমেন মিত্র

অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ প্রচার কমিটির চেয়ারম্যান করা হল অধীরকে৷

Somen Mitra replaces Adhir Ranjan Chowdhary as Pradesh Congress chief
Published by: Kumaresh Halder
  • Posted:September 21, 2018 4:17 pm
  • Updated:August 9, 2019 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত অধীররঞ্জন চৌধুরি৷ তাঁর জায়গায় সোমেন মিত্রকে নয়া সভাপতি ঘোষণা করল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। ২০১৯-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে অধীরকে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে বলে কংগ্রেস হাই কমান্ড সূত্রে জানা গিয়েছে৷ লোকসভা ভোটের প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাঁকে৷

এআইসিসি সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটের রাস্তা খুলে দিয়ে ‘নরমপন্থী’ নেতাদের ঘাড়ে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে৷ সভাপতি পদে বদল ঘটানোর পাশাপাশি এদিন চার প্রবীণ নেতাকে কার্যকরী সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে হাইকম্যান্ড৷ কার্যকরী সভাপতির পদে বসানো হয়েছে শংকর মালাকার, নেপাল মোহাতো, আবু হাসেম খান চৌধুরি (ডালু) ও দীপা দাসমুন্সিকে। প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্যকে কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে৷

Advertisement
কংগ্রেস ওয়ার্কিং কমিটির সেই প্রেস বিবৃতি

[নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ওড়িশায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়]

কংগ্রেস সূত্রে খবর, প্রদেশ কংগ্রেসের নয়া এই টিম বরাবারই তৃণমূলের দিকেই ঝুঁকে৷ বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের বিষয়ে সব থেকে বেশি বিরোধিতা এসেছিল এই টিমের তরফেই৷ গত বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলেও সাফল্য ধরে রাখতে পারেনি কংগ্রেস৷ দলের নেতাদের সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি আধীর চৌধুরির দূরত্ব তৈরি হওয়ায় দলের আন্দরে বাড়ছিল বিতর্ক৷ দলের সাফল্য ধরে রাখতে নিজের দক্ষতা দেখাতে ব্যর্থ ছিলেন অধীর৷ ফলে, এই নিয়ে দিল্লির নেতাদের কাছে কম সমালোচনা হজম করতে হয়নি বহরমপুরের সাংসদকে৷

[মহরমে বন্ধ হোক অস্ত্র প্রদর্শন, আবেদন সাংসদ ইদ্রিশ আলির]

এদিকে দলভাঙন ও দলের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাবে প্রাক্তন সভাপতির বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল হাইকমান্ড৷ একদিকে বাংলার দায়িত্ব ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংসদের ভূমিকা পালন করতে গিয়েও সমস্যায় পড়ছিলেন তিনি৷ ফলে, লোকসভা নির্বাচনের আগে অধীরকে সরিয়ে বাংলার রাজনীতিতে পোড়খাওয়া সোমেন মিত্রের উপর ভরসা রাখল হাই কমান্ড৷ তবে, গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দীর্ঘদিন প্রচারের বাইরে ছিলেন সোমেনবাবু৷ ফলে, নতুন দায়িত্ব দিয়ে ফের বাংলার ময়দানে কীভাবে কামাল দেখান ‘ছোড়দা’ তারই অপেক্ষায় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement