সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মবিরতি, অনশনের পর শনিবার জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন। সেই আবহে প্রকাশ্যে অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের পালটা সংগঠন। জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার কথা সংগঠনটির।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী এবং প্রণয় মাইতি। সংগঠনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে, ‘অন্যায়ভাবে’ বহিষ্কৃত কয়েকজন চিকিৎসক একজোট হয়ে একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছে। ওই সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকদের একাংশের ‘অপপ্রচারে’র বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাঁরা। শনিবার বিকেলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করবে বলেই খবর।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। ওই ঘটনার পর থেকে সরব জুনিয়র ডাক্তাররা। কখনও কর্মবিরতি, কখনও অনশনের মাধ্যমে আন্দোলন চালিয়ে গিয়েছেন তাঁরা। এই টানাপোড়েনের মাঝে আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ ৫৩ জনকে সাসপেন্ড করে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠকের মাঝে এই প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পালটা অভয়া হত্যাকাণ্ড, আর জি করের দুর্নীতি থেকে থ্রেট কালচার, সব বিষয়েই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন জুনিয়র ডাক্তাররা। সেখানেই ‘থ্রেট কালচার’-এর জড়িত থাকার অভিযোগে শাস্তিপ্রাপ্ত জুনিয়র ডাক্তারকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে আক্রমণ করেছিলেন আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো। ওই বৈঠকের ঠিক ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তে আপাতত তাঁদের সাসপেনশন স্থগিত। এবার তাঁরাই ‘অপপ্রচার’ রুখতে নতুন সংগঠন তৈরি করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.