অভিরূপ দাস: নববর্ষে বস্তিবাসীদের জন্য উপহার। কলকাতা পুরসভা (Kolkata Municipality) এলাকার বস্তিতে জ্বলবে সৌর আলো (Solar Light)। বায়ুদূষণের মাত্রা মাপতে নতুন ‘পরিবেশ সেল’ খুলেছে কলকাতা পুরসভা। তারাই শহর ঘুরে খতিয়ে দেখেছে। কলকাতা এলাকায় ৩ লক্ষ ল্যাম্পপোস্ট রয়েছে। এগুলি থেকে ৭০০ মেট্রিক টন কার্বন বায়ুমণ্ডলে প্রবেশ করে। পরিবেশবিদরা বলছেন, এই অতিরিক্ত কার্বণ উষ্ণায়নের কারণ। একমাত্র সৌরবিদ্যুতের ব্যবহার কমাতে পারে এই আশঙ্কা।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (বস্তি) জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখে বস্তি এলাকায় সৌর আলো লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩০টি বস্তি চিহ্নিত করা হয়েছে কলকাতা জুড়ে। এই সমস্ত বস্তি এলাকার রাস্তায় সৌর আলো লাগানো হবে। পুরসভা সূত্রে খবর, উত্তর কলকাতার গিরিশ পার্ক, শ্যামবাজার এলাকার বস্তি ছাড়াও দক্ষিণ কলকাতার খিদিরপুর ঢাকুরিয়া, কালীঘাট এলাকার বস্তিতে লাগানো হবে সৌর আলো।
পুরসভার নতুন বায়ুদূষণ পরিমাপ ‘সেল’ জানিয়েছে, দূষণমক্ত গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই সৌর বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুতের চাহিদা মেটাতে বস্তি এলাকার অলিতে গলিতে পাইলট প্রোজেক্ট হিসেবে স্বল্প ক্ষমতার সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর বিষয়ে উদ্যোগী হয়েছে পুরসভা। এ জন্য বস্তি এলাকার গলিতে নতুন লাইটপোস্ট বসানো হবে। সেই লাইটপোস্টের মাথায় থাকবে সোলার প্লেট। যেখানে থাকবে সৌরকোষগুলি। গ্রীষ্মের দুপুরে সৌরকোষগুলি এক বর্গমিটার প্রখর রোদ পেলেই ২০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
এর আগে কলকাতা শহরের আটটি পার্কে পুরসভার তরফে সৌর আলো বসানো হয়েছিল। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন নতুন সৌর আলোতে দূষণ যেমন কমবে, তেমন বিদ্যুতের সাশ্রয়ও হবে। উল্লেখ্য, চলতি বছরে প্রায় ৪ কোটি টাকা ইলেকট্রিক বিল বাঁচিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা এলাকায় প্রায় ৩ লক্ষ ল্যাম্পপোস্ট রয়েছে। তার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার ল্যাম্পপোস্টে ভেপার ল্যাম্প বদলে এলইডি ল্যাম্প লাগানো হয়েছে। এর ফলে প্রায় ৪ কোটি টাকা বাঁচাতে পেরেছে পুরসভা। মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সি জানিয়েছেন, আগে আগে আলো বাবদ বছরে ১৪ কোটি টাকা বিল আসত। এখন তা কমে দাঁড়িয়েছে ১০ কোটিতে। পুরসভা এলাকার রাস্তায় সৌর আলো বসানো হলে সে খরচ অনেকটাই কমবে বলে জানিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.